সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনারকে (এসিল্যান্ড) ঘুষের প্রস্তাব দেওয়ায় তরিকুল হাসান নামে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার উপজেলার ভূমি অফিসে এ ঘটনা ঘটেছে। সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই ব্যক্তিকে জরিমানা করেন।
এ সময় ভবিষ্যতে এসব অপকর্মে জড়িত হবেন না মর্মেও তার কাছ থেকে মুচলেকা আদায় করা। সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয় সূত্রে জানা যায়, দুপুর আড়াইটার দিকে তরিকুল হাসান নামের এক ব্যক্তি এসিল্যান্ডকে ঘুষের প্রস্তাব দেন। এ সময় তাকে আটক করেন তিনি।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা ও ভবিষ্যতে এ ধরণের কর্মকান্ডে জড়িত হবেন না মর্মে মুচলেকা নেওয়া হয়। তিনি উপজেলার কুমিরা ইউনিয়নের মসজিদ্দা গ্রামের নুর ছাফার ছেলে।