এসিযুক্ত সব স্কুলেই শিক্ষার্থীদের টিকা

লাগবে জন্ম নিবন্ধন সনদের কপি

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৩ ডিসেম্বর, ২০২১ at ৫:৩৩ পূর্বাহ্ণ

শীতাতপ নিয়ন্ত্রণ (এসি) সুবিধা থাকা সব স্কুলেই শিক্ষার্থীদের করোনার টিকা দেয়া হবে। আর এসি সুবিধা না থাকা শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পার্শ্ববর্তী কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে (এসি সুবিধা যুক্ত) এ টিকা নিতে পারবে। মাধ্যমিক পর্যায়ের ১২-১৭ বছর বয়সী স্কুল শিক্ষার্থীদের টিকাদানে নতুন করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এতদিন নির্ধারিত কয়েকটি কেন্দ্রে শিক্ষার্থীদের টিকাদানের কথা জানিয়েছিল সংশ্লিষ্টরা। তবে গতকাল (২ ডিসেম্বর) সন্ধ্যায় অনলাইনে অনুষ্ঠিত শিক্ষা মন্ত্রণালয় ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের যৌথ এক সভায় নতুন করে এ সিদ্ধান্ত হয়েছে। স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসেন, মাউশির মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুক, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ডা. আবুল বাশার মো. খুরশীদ আলম, অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা, মাউশির উপ-পরিচালক (মাধ্যমিক) মো. আজিজ উদ্দিন, চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরীসহ ৬৪ জেলার সিভিল সার্জন ও সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সভায় সংযুক্ত ছিলেন। সুরক্ষা প্লাটফর্মে নিবন্ধনের ঝামেলা এড়াতে কেবল জন্ম নিবন্ধন সনদের মাধ্যমে শিক্ষার্থীদের টিকা প্রয়োগের সিদ্ধান্ত হয়েছে সভায়। অনলাইন সভায় অংশ নেয়া চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। সিভিল সার্জন বলেন, যেসব স্কুলে এসি নেই, সেসব প্রতিষ্ঠানে এসি স্থাপনে শিক্ষা বিভাগ ব্যবস্থা নেবে। এসি সুবিধা যুক্ত কক্ষ প্রস্তুত করে স্বাস্থ্য বিভাগকে তারা জানাবেন। প্রস্তুত থাকা স্কুলে স্বাস্থ্য বিভাগের কর্মীরা গিয়ে শিক্ষার্থীদের টিকা প্রয়োগ করবেন। তবে কোনো স্কুলে এসি সুবিধা না থাকলে ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পার্শ্ববর্তী কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে (এসি সুবিধাযুক্ত) নিয়ে গিয়ে টিকা দেয়া হবে। চট্টগ্রাম মহানগরে শিক্ষার্থীদের টিকাদানে আগে থেকে নির্ধারিত কেন্দ্রগুলো চালু থাকবে বলেও জানান সিভিল সার্জন।
সভায় অংশ নেয়া মাউশির এক কর্মকর্তা জানান, টিকা গ্রহণের ক্ষেত্রে শিক্ষার্থীদের সুরক্ষা অ্যাপসে নিবন্ধনের প্রয়োজন পড়বে না। তারা জন্ম নিবন্ধন সনদের কপি নিয়ে আসবে। স্কুল থেকে তাদের টিকা কার্ডের একটি খালি ফরম সরবরাহ করা হবে। তারা সেটি পূরণ করবে। এটি পূরণ করতে তাদের শুধু জন্ম নিবন্ধন সনদ প্রয়োজন হবে। ওই ফরম পূরণ করেই শিক্ষার্থীরা টিকা নিতে পারবে। শিক্ষার্থীরা যাতে ঝামেলা ছাড়া সহজে টিকা নিতে পারে, তা বিবেচনায় নিয়েই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রথমে ঢাকা মহানগর ও জেলা পর্যায়ে এ টিকাদান শুরু হবে। পরবর্তীতে উপজেলা পর্যায়ে শিক্ষার্থীদের টিকা দেয়া হবে। অবশ্য, টিকাদান শুরুর সময় দুয়েক-দিনের মধ্যে চূড়ান্ত করা হবে বলেও সভায় অংশ নেয়া কর্মকর্তারা জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধ‘মেঘের উপত্যকায়’ আগুন
পরবর্তী নিবন্ধবাংলাদেশ সর্বাধিক রেমিটেন্স গ্রহণকারী ৮ম ও ৬ষ্ঠ বৃহত্তম অভিবাসী প্রেরণকারী দেশ