এসজেডএইচএম ট্রাস্টের ‘আলোর পথে’র মহিলা মাহফিল

| সোমবার , ২৭ অক্টোবর, ২০২৫ at ১০:৪৯ পূর্বাহ্ণ

শাহানশাহ্‌ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (🙂 ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন মহিলাদের আত্মজিজ্ঞাসা ও জ্ঞানানুশীলনমূলক সংগঠন ‘আলোর পথে’র ব্যবস্থাপনায় “কোরআন ও হাদিসের আলোকে ভারসাম্যপূর্ণ সমাজ বিনির্মাণে নারী ও পুরুষের ভূমিকা : বর্তমান প্রেক্ষাপট”শীর্ষক মহিলা মাহফিল গত শনিবার ট্রাস্টের নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। মাহফিলে নির্ধারিত বিষয়ের উপর আলোচনা করেন বিশিষ্ট ইসলামী স্কলার সাউদার্ন ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. মুহাম্মদ নুরুন্নবী আজহারী। তিনি বলেন, ভারসাম্যপূর্ণ সমাজ বিনির্মাণে নারীপুরুষের অবদান অনস্বীকার্য। তবে ক্ষেত্র বিশেষে পিতার চেয়ে মাতার ভূমিকা বেশি গুরুত্বপূর্ণ। সাদিয়া সুলতানা ও আলিশা আকতারের সঞ্চালনায় মাহফিলে কোরআন তেলাওয়াত করেন সিদরাতুল মুনতাহা, নাতে রাসুল (.) ও মাইজভাণ্ডারী কালাম পরিবেশন করেন সুমাইয়া বিনতে মোস্তফা ও রাজিয়া সুলতানা পপি। শুভেচ্ছা বক্তব্য রাখেন উম্মে আল আসফিয়া। পরিশেষে দেশ জাতি ও মুসলিম উম্মাহ্‌র শান্তি ও মঙ্গল কামনা করে মোনাজাতের মাধ্যমে মাহফিলের পরিসমাপ্তি ঘটে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এসপিএসএস বিষয়ক কর্মশালা
পরবর্তী নিবন্ধচট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানীর ঘোষণা বাস্তবায়ন করতে হবে