সবার জন্য শিক্ষা- এই প্রতিপাদ্যকে ধারণ করে নগরীর হালিশহর এস ও এস শিশু পল্লীর শিশুদের মধ্যে ১০০টি স্কুল ব্যাগ বিতরণ করেছে রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগাং। এ উপলক্ষে গতকাল শিশুদের জন্য অনুপ্ররণামূলক আলোচনা সভা ক্লাব সভাপতি প্রফেসর ড. সৈয়দা খুরশিদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন রোটারি আন্তর্জাতিক জেলা-৩২৮২ বাংলাদেশের ডেপুটি গভর্নর এমদাদুল আজিজ চৌধুরী, এস ও এস শিশু পল্লীর পরিচালক মো. ইসমাইল হোসেন খান, ক্লাবের সহ-সভাপতি জামাল উদ্দিন শিকদার, ক্লাব পরিচালক তাসিন চৌধুরী, সৈয়দা সেলিনা আক্তার ফিলিপস গোমস। বক্তারা বলেন, মানবকল্যাণের পাশাপাশি রোটারি ইন্টারন্যাশনাল শিক্ষার ওপর গুরুত্ব আরোপ করে বছরের একটি মাসকে বেসিক এডুকেশন এন্ড লিটারেসি মাস হিসেবে ঘোষণা করেছে। যা ‘সবার জন্য শিক্ষা’ বাস্তবায়নে এক অনন্য ভূমিকা পালন করছে। প্রেস বিজ্ঞপ্তি।