এসএ শিপ ব্রেকিং ইয়ার্ডের কার্যক্রম বন্ধে নির্দেশনা

শ্রমিক নিহতের ঘটনা

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৫ ফেব্রুয়ারি, ২০২১ at ৬:১৩ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে ইয়ার্ডে কাজ করার সময় শ্রমিক নিহতের ঘটনায় মেসার্স এসএ শিপ ব্রেকিং ইয়ার্ডের সকল কার্যক্রম বন্ধের নির্দেশনা দিয়েছে শিল্প মন্ত্রণালয়। গতকাল চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে অনুলিপি হিসেবে পাঠানো শিল্প মন্ত্রণালয়ের একটি নির্দেশনাপত্রে উক্ত ইয়ার্ড বন্ধের বিষয়টি জানা গেছে।
শিল্প মন্ত্রণালয়ের জাহাজ পুনঃপ্রক্রিয়া শাখার সহকারী সচিব সোহেলা নাসরীনের স্বাক্ষরিত চিঠিতে জানা গেছে, গতবছর ৩ ডিসেম্বর ইয়ার্ডটিতে এক শ্রমিক নিহতের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে দুর্ঘটনার কারণ হিসেবে ইয়ার্ড কর্তৃপক্ষের গাফেলতির কথা বলা হয়েছে। চিঠিতে উক্ত দুর্ঘটনার কারণে মেসার্স এসএ শিপ ব্রেকিং ইয়ার্ডের সকল কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখার নির্দেশনা দেয়া হয়। একইসাথে উল্লেখিত সময়ের মধ্যে শিপ ব্রেকিংসহ অন্যান্য আইনে বর্ণিত বিধিমালা প্রতিপালনপূর্বক ইয়ার্ডের কার্যক্রম পরিচালনার বিষয়ে কার্যকর উদ্যোগ নেয়ার জন্য নির্দেশনা দেয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধহামজারবাগে ১০ তলা থেকে লোহার খাঁচা পড়ে দারোয়ানের মৃত্যু
পরবর্তী নিবন্ধমিতু হত্যার তদন্ত শেষ করতে আরও সময় দিল হাই কোর্ট