এসএসসি ব্যাচ-৯৩ এর মিলনমেলা

| শনিবার , ২৫ সেপ্টেম্বর, ২০২১ at ৮:৫৫ পূর্বাহ্ণ

সারাদেশের এসএসসি-১৯৯৩ সালের ব্যাচভিত্তিক গ্রুপ প্রাণের ব্যাচ-৯৩ এর উদ্যোগে গতকাল শুক্রবার চট্টগ্রাম বায়েজিদ বোস্তামি সড়কের খুলশি থানাধীন একটি কনভেনশন সেন্টারে ‘বন্ধু আড্ডা’ নামে এক মিলনমেলা অনুষ্ঠিত হয়। উক্ত বন্ধু আড্ডায় চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলা থেকে এসএসসি ৯৩ ব্যাচের বিভিন্ন শ্রেণি পেশার বন্ধুরা উপস্থিত হয়ে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন গ্রুপের প্রতিষ্ঠাতা এডমিন এম মিরাজ হোসেন এবং গ্রুপের আহবায়ক টিটু বড়ুয়া। এর পাশাপাশি গ্রুপের অন্যান্য এডমিন ও মডারেটরবৃন্দ গ্রুপের সাফল্য কামনা করে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাফেল ড্র এর মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়। প্রেস বিঞ্জপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইপিজেড থানার ৩৯ নং ওয়ার্ড ছাত্রদলের কর্মীসভা
পরবর্তী নিবন্ধসেবাকর্ম কখনো বিফলে যায় না