এসএসসি পরীক্ষা আগস্টে

আজাদী ডেস্ক | সোমবার , ৪ জুলাই, ২০২২ at ৭:৫৫ পূর্বাহ্ণ

বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়ায় জুলাইয়ে হচ্ছে না এসএসসি ও সমমানের পরীক্ষা। পরীক্ষাটি আগস্টে আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। গতকাল রোববার আন্তঃশিক্ষা বোর্ডের সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির
আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার।
তিনি বলেন, সিলেট অঞ্চলের বর্তমান পরিস্থিতিতে সেখানে পরীক্ষা আয়োজন সম্ভব নয়। বোর্ডের সভায় সারা দেশের বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। সবাই আশা প্রকাশ করেছে চলতি মাসে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হবে। এ ক্ষেত্রে আমরা পরীক্ষাটি আগস্ট মাসে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছি। ঈদের পর এসএসসি ও সমমান পরীক্ষার নতুন রুটিন প্রকাশ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধকাউন্সিলরপুত্র গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধড্রোন ক্যামেরা উড়বে সবগুলো পশুর হাটে