জরিমানা ছাড়া আগামী বছরের এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় একদিন বাড়ানো হয়েছে। জরিমানা বা বিলম্ব ফি না দিয়ে ফরম পূরণের সুযোগ ছিল গতকাল পর্যন্ত। গতকাল শেষদিনে এসে সময় একদিন বাড়িয়ে আজ বুধবার পর্যন্ত বিলম্ব ফি ছাড়া ফরম পূরণ করতে পারবেন শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম শিক্ষা বোর্ড সূত্রে এই খবর জানা গেছে।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের দায়িত্বশীল একজন কর্মকর্তা জানান, বিলম্ব ফি ছাড়া ৮ নভেম্বর পর্যন্ত এসএসসি ফরম পূরণ করতে পারবেন শিক্ষার্থীরা। ফি জমা দেয়া যাবে ৯ নভেম্বর বৃহস্পতিবার পর্যন্ত। আগামী বছরের এসএসসি পরীক্ষার জন্য গত ৩০ অক্টোবর ফরম পূরণ শুরু হয়েছে। আগের নির্দেশনা অনুযায়ী, ৭ নভেম্বর ফরম পূরণের শেষ দিন ছিল। তবে ১০০ টাকা বিলম্ব ফি দিয়ে ৯ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত শিক্ষার্থীরা ফরম পূরণ করতে পারবেন। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ১১৫০টি স্কুলের দেড় লক্ষাধিক শিক্ষার্থী আগামী এসএসসি পরীক্ষায় অংশ নেয়ার জন্য ফরম পূরণ করছেন।