প্রিয় পরীক্ষার্থীরা! আগামী ১৪ নভেম্বর ২০২১ থেকে শুরু হচ্ছে তোমাদের শিক্ষাজীবনের গুরত্বপূর্ণ এসএসসি ও দাখিল পরীক্ষা। এ পরীক্ষার সাফল্যের ওপর নির্ভর করে তোমরা পরবর্তীতে কোনদিকে এগুবে। তাই এ পরীক্ষায় ভালো করতে হলে ভালো প্রস্তুতির পাশাপাশি আনুষঙ্গিক আরো কিছু বিষয়ে জ্ঞান থাকা জরুরি। পরীক্ষা ঘিরে তোমাদের সামগ্রিক প্রস্তুতি কেমন হওয়া উচিত এ বিষয়ে শিক্ষা বিশেষজ্ঞদের মূল্যবান পরামর্শ পেশ করছি…..
১. সুস্থ দেহ সুস্থ মন। এখন থেকে পরীক্ষা চলাকালীন পর্যন্ত তোমাদের সুস্থ থাকতে হবে। তাই বেশি পড়তে গিয়ে খাওয়া – দাওয়া ও ঘুম ছেড়ে দিলে চলবে না। ২. পড়াশোনায় সজাগ দৃষ্টি দিতে হবে। এখন আর কোনোভাবেই সময় নষ্ট করা যাবে না। ৩. এ মুহূর্তে অধিক রাত পর্যন্ত পড়াশোনা না করাই ভালো। কারণ অধিক রাত পর্যন্ত জাগলে শরীরের অনেক ক্ষতি হতে পারে। ৪. কোনো নতুন প্রশ্ন এখন আর না পড়ে ইতিমধ্যে পড়া প্রশ্নগুলো ভালোভাবে রিভিশন দিতে হবে। ৫. বহুনির্বাচনি প্রশ্নের জন্য প্রতিটি বইয়ের প্রতিটি অধ্যায়ের লাইন বাই লাইন ভালো করে রিডিং পড়তে হবে। ৬. যদি কোনো অধ্যায় সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান না থাকে তাহলে সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষকের কাছে থেকে সেটা বুঝে নিতে পার। ৭. মানসিক সব দুশ্চিন্তা থেকে মুক্ত থাকতে হবে। কারণ মানসিক টেনশন তোমাদের প্রস্তুতিতে বিঘ্ন ঘটাতে পারে। ৮. প্রতিটি বিষয়ের বিগত সালের বোর্ড প্রশ্নগুলো সমাধান করে ফেলতে পার। এতে তোমাদের পরীক্ষাভীতি অনেকাংশে কেটে যাবে। ৯. বিনোদনের জন্য সামান্য খেলাধুলা করা যেতে পারে। তবে শরীরের অতিরিক্ত শক্তি ক্ষয় হয় এমন খেলাধুলা না করাই ভালো। ১০. বাকি সময়টুকুতে কোনোমতেই মোবাইল, টেলিভিশন বা ইন্টারনেটের সামনে বসে সময় নষ্ট করবে না।
লেখক : সেক্রেটারি, বাংলাদেশ শিক্ষা ও গবেষণা ফাউন্ডেশন