এসএসসির ফল প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

| রবিবার , ১২ মে, ২০২৪ at ১১:৪৯ পূর্বাহ্ণ

২০২৪ সালের ‘মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা’র ফলাফল প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (১২ মে) সকালে গণভবনে ডিজিটালি আনুষ্ঠানিকভাবে এবারের মাধ্যমিকে ফল প্রকাশ করেন তিনি।

ফলাফল প্রকাশের আগে প্রধানমন্ত্রীর কাছে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের পরিসংখ্যান তুলে দেন শিক্ষা মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। প্রথমে প্রধানমন্ত্রীর কাছে ফলাফলের সার্বিক পরিসংখ্যান তুলে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান।

পরে বিভিন্ন বোর্ডের চেয়ারম্যানরা তাদের নিজ নিজ বিভাগের ফলাফলের পরিসংখ্যান প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।

ফলাফল হস্তান্তর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী বেগম শামসুন নাহার, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বেগম রুমানা আলী।

পূর্ববর্তী নিবন্ধকঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় নেতা কর্মীদের ভূমিকা রাখতে হবে
পরবর্তী নিবন্ধরবীন্দ্র চর্চার মাধ্যমে শিশুদের মেধার বিকাশ ঘটাতে হবে