এসএসসির ঘুমধুম কেন্দ্র উখিয়ার কুতুপালং স্কুলে স্থানান্তর

সীমান্তে গোলা বর্ষণ

আজাদী প্রতিবেদন | শনিবার , ১৭ সেপ্টেম্বর, ২০২২ at ৩:৩২ পূর্বাহ্ণ

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী এলাকায় গোলা বর্ষণের ঘটনার প্রেক্ষিতে চলমান এসএসসি পরীক্ষার নাইক্ষ্যংছড়ির ঘুমধুম উচ্চ বিদ্যালয় কেন্দ্রটি সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম শিক্ষাবোর্ড কর্তৃপক্ষ। ঘুমধুম উচ্চ বিদ্যালয় কেন্দ্রের পরিবর্তে আজ শনিবার থেকে উখিয়ার কুতুপালং উচ্চ বিদ্যালয়ে এ পরীক্ষা নেয়া হবে। চট্টগ্রাম শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মুস্তফা কামরুল আখতার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, জরুরি পরিস্থিতিতে এ সিদ্ধান্ত নিতে হয়েছে। প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলকে এ সিদ্ধান্তের কথা রাতেই আমরা জানিয়ে দিয়েছি। সৃষ্ট পরিস্থিতিতে শনিবার ওই কেন্দ্রে প্রয়োজনে কিছুটা বিলম্বে পরীক্ষা শুরু করার নির্দেশনা দেয়া হয়েছে জানিয়ে বোর্ড চেয়ারম্যান বলেন, একটু দেরিতে শুরু করলেও সমস্যা হবে না। আধঘণ্টা বা এক ঘণ্টা পরে শুরু হলেও পরীক্ষার্থীরা দুই ঘণ্টা সময় পাবে। আমরা চাই, পরীক্ষার্থীরা যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়। এরপরও কোনো পরীক্ষার্থী ঘুমধুম কেন্দ্রে চলে গেলে, তাদের যাতে দ্রুত সময়ের মধ্যে কুতুপালং স্কুলে নিয়ে আসা যায়, সে ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান বোর্ড চেয়ারম্যান প্রফেসর মুস্তফা কামরুল আখতার।
শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, কুতুপালং এলাকার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরাই ঘুমধুম উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছে। যার কারণে, কেন্দ্র পরিবর্তন হলেও এসব পরীক্ষার্থীরা তেমন অসুবিধার সম্মুখীন হবে না।

পূর্ববর্তী নিবন্ধনিত্যপণ্যের দাম বেঁধে দিতে আরও ৭ দিন
পরবর্তী নিবন্ধতুমব্রু সীমান্তে মিয়ানমারের বিমান ও মর্টার হামলা