এসএমই ফাউন্ডেশনের পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

চিটাগাং উইম্যান চেম্বারের উদ্যোগে

| সোমবার , ৭ ফেব্রুয়ারি, ২০২২ at ৭:৫৪ পূর্বাহ্ণ

চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে এসএমই ফাউন্ডেশনের সহযোগিতায় গতকাল নগরীর হালিশহরে শুরু হয়েছে ৫ দিনব্যাপী ‘ফুড প্রোডাকশন ফর ক্যাটারিং বিজনেস’ শীর্ষক প্রশিক্ষণ কোর্স। চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ভাইস-প্রেসিডেন্ট নিশাত ইমরানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হাসিনা মহিউদ্দিন চৌধুরী। তিনি বলেন, আমরা চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহযোগিতায় চট্টগ্রামের ৪৩ টি ওয়ার্ডে মহিলাদেরকে উদ্যোক্তা হিসেবে গড়ে তেলার জন্য বিভিন্ন প্রশিক্ষণ পরিচালনা করে আসছি।
তিনি ভবিষ্যতে এই কর্মকাণ্ডকে গতিশীল রাখতে সার্বিক সহযোগিতা প্রদান করার জন্য অনুষ্ঠানের বিশেষ অতিথি এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মফিজুর রহমানকে অনুরোধ জানান। ড. মফিজুর রহমান বলেন, চট্টগ্রামের নারীরা অন্যান্য অঞ্চলের তুলনায় অনেক বেশী কর্মঠ। এই অঞ্চলের নারীদের উন্নয়নে এবং চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির কর্মকাণ্ডকে এগিয়ে নিতে এসএমই ফাউন্ডেশন সব সময় সহযোগিতা প্রদান করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ভাইস-প্রেসিডেন্ট সুলতানা নুরজাহান রোজী এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষক ও পরিচালক রেবেকা নাসরিন ও পরিচালক বেবী হাসান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এসএমই ফাউন্ডেশনের সহকারী ব্যবস্থাপক মো. মমিনুল ইসলাম। ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সে ৩০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিদেশগামীদের জন্য নগরীতে ট্রাভেলার কোভিড পরীক্ষা সার্ভিস চালু
পরবর্তী নিবন্ধকেন বিয়ে হল না তাঁর?