এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের পিঠা উৎসব

| রবিবার , ২৯ জানুয়ারি, ২০২৩ at ৬:১৯ পূর্বাহ্ণ

এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত দুই টাকায় স্কুলের শিশুদের নিয়ে গত শুক্রবার দুই টাকায় পিঠা উৎসবের আয়োজন করা হয়। এসময় এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন ও দুই টাকায় স্কুলের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী বলেন, শিশুদেরকে আনন্দ বিনোদনের মাধ্যমেই স্কুল মুখী করতে হবে। আর তাই আমরা বিভিন্ন সময়ে এই শিশুদের বিনোদনের জন্য নাচ গান, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শীতকালীন পিঠা উৎসবের মতো বিভিন্ন রকমের আয়োজন করে থাকি। এসময় তিনি আরও বলেন দেশের সকল বৃত্তশালীরা যদি একজনে একটি পথশিশুর দায়িত্ব নিতে পারে তাহলে খুব সহজেই দেশ থেকে পথশিশুর সংখ্যা কমে আসবে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের যুগ্ম মহাসচিব উৎপল কুমার দাস, পরিচালক সামসুন নাহার সামু, সদস্য মোঃ মোখছেদুল হক, রুপা চক্রবর্তী, পারভীন আক্তার, সুকলা চক্রবর্তী, মোঃ মিজান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইসলামিক ফ্রন্টের নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক
পরবর্তী নিবন্ধবঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের প্রার্থী ও প্যানেল পরিচিতি সভা