এশিয়ান কারাতের জাজ-এ গ্রেডে উত্তীর্ণ চট্টগ্রামের তীর্থ

| মঙ্গলবার , ২৭ আগস্ট, ২০২৪ at ৮:৫৫ পূর্বাহ্ণ

ফিলিপাইনের ম্যানিলায় গত ২৩২৫ আগস্ট অনুষ্ঠিত হয়েছে এশিয়ান ক্যাডেট, জুনিয়র ও অনূর্ধ্ব২১ কারাতে প্রতিযোগিতার ২২তম আসর। এ প্রতিযোগিতার প্রাক্কালে এশিয়ান কারাতে ফেডারেশনের জাজ/রেফারি লাইসেন্স আপগ্রেডেশন পরীক্ষার আয়োজন করা হয়। উক্ত লাইসেন্স আপগ্রেডেশন পরীক্ষায় অংশ নেন বাংলাদেশসহ এশিয়ার আরো ২৮টি দেশের ১২৯ জন জাজ/রেফারি। সর্বকনিষ্ঠ বাংলাদেশী হিসেবে পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হন চট্টগ্রামের তীর্থ তালুকদার। এতে করে একেএফ কুমিতে জাজএ লাইসেন্সপ্রাপ্ত হন তিনি। গত বছর নভেম্বরে নেপালে আয়োজিত একেএফ জাজ/রেফারি লাইসেন্সিং পরীক্ষায় সর্বপ্রথম কুমিতে জাজবি লাইসেন্স প্রাপ্ত হয়েছিলেন তিনি।তীর্থ বর্তমানে চট্টগ্রামের ফ্রেন্ডস কাব কারাতে একাডেমির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে বাইক দুর্ঘটনায় একজনের মৃত্যু
পরবর্তী নিবন্ধপয়েন্ট কাটা গেল বাংলাদেশ ও পাকিস্তানের, জরিমানা গুণতে হলো সাকিবকেও