এলো বাপ্পা-জুলফির কাঙ্ক্ষিত গান

| সোমবার , ১৭ এপ্রিল, ২০২৩ at ৬:১৪ পূর্বাহ্ণ

জুলফিকার রাসেলের কথায় বাপ্পা মজুমদারের গানশূন্য দশকের শ্রোতাদের কাছে এই কথাটি বেশ পরিচিত, প্রিয়। কেননা জুটির কাছ থেকে শ্রুতিমধুর বহু গান পেয়েছেন তারা। কেবল একক গান নয়, তাদের সমন্বিত প্রয়াসে বেশ কয়েকটি অ্যালবামও প্রকাশ হয়েছিল। কিন্তু অবাক করা ব্যাপার হলো, সফল সেই জুটিকে গত ১৩ বছর পাওয়া যায়নি! অবশেষে যুগ পেরোনো বিরতির অবসান ঘটালেন বাপ্পাজুলফি। পহেলা বৈশাখ উপলক্ষে গত শুক্রবার প্রকাশ হয়েছে তাদের নতুন গান ‘বন্ধু চেনা দায়’। বরাবরের মতো কথামালা সাজিয়েছেন জুলফিকার রাসেল, সুরসংগীতে বেঁধে তা কণ্ঠে নিয়েছেন বাপ্পা মজুমদার। অর্থবহ ভিডিওসমেত এটি বাপ্পার ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হয়েছে।

এরপর থেকেই শ্রোতাদের দারুণ প্রশংসা কুড়াচ্ছে গানটি। এর কথায় বাস্তবতার উপস্থিতি খুঁজে পেয়ে মুগ্ধতা জানাচ্ছেন অনেকেই। ইউটিউব ও ফেসবুকে গানটির নিচে মন্তব্যের ঘরে চোখ রাখলেই তার প্রমাণ মিলছে। এর মধ্যে ইমরান আসিফ নামের এক শ্রোতার মুগ্ধতা এমন, ব্যাপক দাবদাহের অঙ্গীকার জানান দেয়া সকালে এই গানটা শুধুই ৪ মিনিটের প্রশান্তির! আমার মনে হয় রাসেল ভাইএর লেখা গীতি আপনি ছাড়া আর অন্য কেউ এতটা সুন্দর কম্পোজিশন করতে পারবে না। অসাধারণ, দাদা। শুভেচ্ছা গানটার সংশ্লিষ্ট সবাইকে। সিয়াম নামের একজন লিখলেন, বাপ্পাজুলফিকার রাসেল জুটি, আমার শৈশবের সুপার হিরো। কতো ম্যাজিক এই জুটির। অনেক মিস করেছিলাম।

পূর্ববর্তী নিবন্ধ‘প্রশ্নের আড়ালে’ নিয়ে আসছে স্যাভেজারি
পরবর্তী নিবন্ধনাটক ‘মিস বার্বার’