আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ডে জনগণের মনোনীত প্রার্থী সাবেক সফল কাউন্সিলর জহুরুল আলম জসিমের পক্ষে গত কয়েকদিনের মতো আজ রবিবারও (১০ জানুয়ারি) নির্বাচনী গণসংযোগ অব্যাহত থাকে।
আজ বিকাল থেকে রাত পর্যন্ত কাউন্সিলর প্রার্থী জসিম ১, ২ ও ৩নং ঝিল, ভান্ডারী পাড়া, বিজয় নগর, জিয়া নগর এলাকায় গণসংযোগ ও হারবাতলী, মিতালি আবাসিক, জয়ন্তিকা ও সুপারি বাগানে মতবিনিময় সভা করেন। এসময় কাউন্সিলর প্রার্থী জসিম সাধারণ মানুষের সাথে কুশলাদি বিনিময় করেন।
তিনি ভোটারদের উদ্দেশে বলেন, “আমি ২০১৫ সালে এই ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর থেকে এই এলাকার রাস্তাঘাট, নালানর্দমা, সড়কবাতি উন্নয়নে কাজ করেছি। এছাড়াও অনেক স্কুল-কলেজ, মসজিদ, মাদ্রাসা প্রতিষ্ঠায় সর্বাত্মক চেষ্টা করেছি।”
আগামী ২৭ জানুয়ারি অনুষ্ঠিত সিটি কর্পোরেশন নির্বাচনে স্বাস্থ্যবিধি মেনে সকলকে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট কেন্দ্রে গিয়ে জননেত্রী শেখ হাসিনা মনোনীত মেয়র প্রার্থী মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরীকে নৌকা প্রতীকে এবং কাউন্সিলর পদে নিজের জন্য মিষ্টি কুমড়া প্রতীকে রায় প্রদানের অনুরোধ জানান তিনি।