এলপিজির ১২ কেজির সিলিন্ডারের দাম কমলো ৪৯ টাকা

| শুক্রবার , ৩ মে, ২০২৪ at ৬:৩১ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক বাজারে মূল্য হ্রাস পাওয়ায় দেশের বাজারে মে মাসের জন্য এলপিজির দাম কেজিতে ৪ টাকা ১০ পয়সা করে কমানো হয়েছে। সেই হিসাবে বহু ব্যবহৃত ১২ কেজির এলপিজি সিলিন্ডার কিনতে একজন গ্রাহকের ৪৯ টাকা সাশ্রয় হবে। গতকাল বৃহস্পতিবার মে মাসের জন্য এলপিজির নতুন দর ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) জানিয়েছে, সন্ধ্যা ৬টা থেকেই নতুন দর কার্যকর হবে।

মে মাসে প্রতিকেজি এলপিজির দাম নির্ধারণ করা হয়েছে ১১৬ টাকা ৮ পয়সা; যা আগের মাসে ১২০ টাকা ১৮ পয়সা ছিল। মে মাসের জন্য ১২ কেজির সিলিন্ডারের দাম দাঁড়িয়েছে ১৩৯৩ টাকা যা এপ্রিল মাসে ১৪৪২ টাকা ছিল। খবর বিডিনিউজের।

বিইআরসির বিজ্ঞপ্তিতে দেখা যায়, সৌদি আরামকো মে মাসের জন্য এলপিজির কাঁচামাল প্রোপেন ও বিউটেনের গড় মূল্য ঠিক করেছে প্রতি টন ৫৮৩ দশমিক ২৫ ডলার, যা আগের মাসে ছিল ৬১৮ দশমিক ২৫ ডলার। বিশ্ববাজারে কাঁচামালের দাম কমেছে প্রতি টনে ৩৫ ডলার। যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও কমেছে। ভোক্তা পর্যায়ে মূসকসহ প্রতি লিটার অটোগ্যাসের দাম ধরা হয়েছে ৬৩ টাকা ৯২ পয়সা, যা আগের মাসে ৬৬ টাকা ২১ পয়সা ছিল। আর রেটিকুলেটেড পদ্ধতিতে বিপণন হওয়া গ্যাসের দাম হবে তরল অবস্থায় প্রতিকেজি ১১২ টাকা ২৫ পয়সা, যা আগের মাসে ১১৬ টাকা ৩৬ পয়সা ছিল।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে আজ মাঠে নামবে টাইগাররা
পরবর্তী নিবন্ধউন্নয়নের স্বার্থে একযোগে কাজ করবে চসিক-সিডিএ