এরা মানুষ নাকি রোবট সেটা আমিও জানি না

| রবিবার , ২৩ জুলাই, ২০২৩ at ৫:৩৫ পূর্বাহ্ণ

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় সময়ই ট্রলের শিকার হন তারকারা। তাদের নিয়ে চলে নানা গুঞ্জনও। সামান্য পান থেকে চুন খসলেই যেন ঝড় উঠে যায়তাদের নিয়ে নেটদুনিয়ায়। আর এসব কারণে রীতিমত নেটিজেনদের সামলোচনার মুখেও পড়তে হয় তাদের। তবে এসব খুব একটা ভাবায় না দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলাকে। সমপ্রতি পশ্চিমবঙ্গের একটি ভিডিও সাক্ষাৎকারে এসব নিয়ে কথা বলেছেন তিনি। তার কথায়, আগে একটা সময় ছিল যখন এই ব্যাপারগুলো নিয়ে অনেক ভাবতাম। কিন্তু বিষয়গুলো এখন আর আমাকে ভাবায় না। সোশ্যাল মিডিয়ায় যারা আমাকে না চিনেই মন্তব্য করছেন, তারা আসলে কারা সেটা আগে জানতে হবে। যারা নোংরা কথা বলেন, এরা মানুষ, অটোবটস নাকি রোবট সেটাও কিন্তু আমি জানি না। মিথিলা বলেন, যারা আমাকে ট্রল করেন, তারা আমাকে কাছ থেকে দেখেনি।

পূর্ববর্তী নিবন্ধচলে গেলেন চ্যাপলিন কন্যা জোসেফিন
পরবর্তী নিবন্ধঢাকার মঞ্চে তৌকীরের ‘তীর্থযাত্রী’