স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বোয়ালখালীতে এম এ হাশেম ফাউন্ডেশনের উদ্যোগে দ্বিতীয়বারের মতো ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ গত শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে। গোমদন্ডী ফুলতলাস্থ ফাউন্ডেশন চত্বরে বোয়ালখালী পৌরসভার মেয়র ও ফাউন্ডেশনের চেয়ারম্যান জহুরুল ইসলাম জহুরের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্ট্যান্ডার্ড ব্যাংকের ভাইস চেয়ারম্যান ও পরিচালক মোহাম্মদ জাহেদুল হক। খেলায় বেলাল ড্রাগ হাউসকে হারিয়ে বিমান ও সুমন জুটি বিজয় লাভ করে। শেষে উভয় দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক মঈন উদ্দিন বাদল ও সদস্য সচিব বেলাল মো. সাইফুদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ.লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, থানার ওসি আবদুল করিম, প্যানেল মেয়র তারেকুল ইসলাম, নাদের মাস্টার, ওয়াসিম মুরাদ, কাউন্সিলর জাহাঙ্গীর আলম, সুনীল চন্দ্র ঘোষ, মাহমুদুল হক, পারভেজ, শাহনাজ পারভিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।