এম. এ মালেকের বক্তব্য প্রসঙ্গে

লাইব্রেরি প্রতিষ্ঠা

| শনিবার , ৮ জানুয়ারি, ২০২২ at ৭:৪৩ পূর্বাহ্ণ

গত ৩০ ডিসেম্বর নগরীর অন্যতম বিদ্যাপীঠ ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি চিটাগাং (ইউএসটিসি) এবং ইনস্টিটিউট অব এ্যাপ্লাই ও হেলথ সায়েন্সেস (আইএএইচএস) এর সেন্ট্রাল লাইব্রেরি অটোমেশন এন্ড ডিজিটালাইজড এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দৈনিক আজাদীর সম্পাদক বলেছেন, একটি শিক্ষা প্রতিষ্ঠানের অপরিহার্য অংশ হচ্ছে লাইব্রেরি। একটি সমৃদ্ধ লাইব্রেরি ছাড়া কোন শিক্ষা প্রতিষ্ঠানের কথা কল্পনাও করা যায় না। পৃথিবীতে বহুকাল আগ থেকে লাইব্রেরিগুলো জ্ঞান-বিজ্ঞানের চর্চায় গুরুত্ব ভূমিকা রেখে আসছে। আজাদী সম্পাদক এম.এ মালেক এর সুন্দর বক্তব্যের জন্য। আন্তরিক অভিনন্দন জানাই। বর্তমান সময়ের ছাত্র-ছাত্রীরা স্কুল, কলেজ লেখাপড়া করছে শুধু পাস করার জন্য তারা জানে না লাইব্রেরি না থাকায় স্কুল কলেজের বাইরে কোন জ্ঞান অর্জন করতে পারছে না। আমরা মনে করি, লাইব্রেরির মাধ্যমে ছাত্র-ছাত্রীরা বিভিন্ন দেশের কথা, মনীষীর জীবনী, তথ্য প্রযুক্তি ও জীবনের সফলতার কথা জানতে পারবে। তাই নিঃসন্দেহে বলা যায়, ছাত্র-ছাত্রীদের জ্ঞান-অর্জনের জন্য লাইব্রেরি বিরাট ভূমিকা পালন করে। বই জ্ঞানের উৎকর্ষতা নির্মাণের হাতিয়ার। বই উন্নত সমুজ্জ্বল মূল্যবোধ ও মানস গঠনের সোপান। প্রতিটি স্কুল-কলেজ কিংবা বিভিন্ন এলাকায় লাইব্রেরি প্রতিষ্ঠা করলে দেশে শিক্ষার উন্নয়নে খুবই সহায়ক হবে বলে মনে করি।

এম.এ গফুর
বলুয়ার দীঘির দক্ষিণ-পশ্চিম পাড়
কোরবানীগঞ্জ, চট্টগ্রাম

পূর্ববর্তী নিবন্ধমার্কো পোলো : বিশ্ববিখ্যাত পর্যটক
পরবর্তী নিবন্ধপ্রবাসীদের প্রতি সদয় হোন