এমভি আবদুল্লাহ দুবাই পৌঁছাবে আজ

| রবিবার , ২১ এপ্রিল, ২০২৪ at ৬:৩২ পূর্বাহ্ণ

সংযুক্ত আরব আমিরাতের আল হামরিয়া বন্দরের বহির্নোঙরে আজ রোববার সন্ধ্যা নাগাদ পৌঁছাবে এমভি আবদুল্লাহ। গতকাল শনিবার সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন এমভি আবদুল্লাহর মালিকপক্ষ কবির গ্রুপের মিডিয়া ফোকাল পার্সন মিজানুল ইসলাম।

তিনি বলেন, আগামীকাল (রোববার) সন্ধ্যা ৬টার দিকে বহির্নোঙরে পৌঁছালেও বন্দরে জাহাজের ভিড় আছে। এজন্য জেটিতে ভিড়তে ভিড়তে পরশু মানে সোমবার হতে পারে। বন্দরের জেটিতে বার্থিং পাওয়ার পণ্য খালাস করতে আরো চারপাঁচ দিন লাগতে পারে। খবর বিডিনিউজের।

১২ মার্চ মোজাম্বিক থেকে কয়লা নিয়ে দুবাই যাবার পথে সোমালিয়া উপকূল থেকে ৬০০ নটিক্যাল মাইল দূরে জলদস্যুদের কবলে পড়ে এমভি আবদুল্লাহ। অস্ত্রের মুখে জাহাজ ও এর ২৩ নাবিককে জিম্মি করা হয় বলে জানায় মালিকপক্ষ। এর ৩৩ দিন পর ১৩ এপ্রিল দিবাগত রাত ৩টার দিকে জলদস্যুরা জাহাজ ছেড়ে চলে যায়। এরপর গন্তব্য দুবাইয়ের আল হামরিয়া বন্দরের উদ্দেশ্যে রওনা হয় জাহাজটি।

১৪ এপ্রিল দুপুরে এমভি আবদুল্লাহর চিফ অফিসার আতিকুল্লাহ খানের দেওয়া ফেইসবুক পোস্টের একটি ছবিতে মুক্ত নাবিকদের পাশে অপারেশন আটলান্টার কমান্ডোদের দেখা যায়। তারপর ১৫ এপ্রিল বিকেলে ইইউএনএভিএফওআর অপারেশন আটলান্টা মিশন তাদের টুইট বার্তায় এমভি আবদুল্লাহকে পাহারা দিয়ে এগিয়ে যাওয়ার ছবি প্রকাশ করে। ওইদিন রাতে কবির গ্রুপ তাদের প্রতিবেদনে জানায়, নিরাপদ এলাকায় না পৌঁছা পর্যন্ত ইইউএনএভিএফওআর এর যু্‌দ্ধজাহাজ এমভি আবদুল্লাহকে পাহারা দিয়ে নিয়ে যাবে।

সোমালি উপকূল পেরিয়ে এডেন উপসাগর হয়ে সংযুক্ত আরব আমিরাতের পথে আছে এমভি আবদুল্লাহ। এরমধ্যে মুক্তির পর প্রায় ৪৮০ নটিক্যাল মাইল উচ্চ ঝুঁকির এলাকা পার হতে হয়েছে জাহাজটিকে।

পূর্ববর্তী নিবন্ধঅনিবন্ধিত অনলাইন পত্রিকা বন্ধের বিষয়ে যা বললেন তথ্য প্রতিমন্ত্রী
পরবর্তী নিবন্ধড্রিমলাইনার নিয়ে সতর্কবার্তা, বোয়িংয়ের সঙ্গে কথা বলার নির্দেশ বিমানমন্ত্রীর