এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল আজ

| মঙ্গলবার , ৫ এপ্রিল, ২০২২ at ৫:৫৮ পূর্বাহ্ণ

প্রায় দেড় লাখ শিক্ষার্থীর অপেক্ষার অবসান ঘটাতে সারা দেশে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ হবে আজ। স্বাস্থ্য অধিদপ্তরে সংবাদ সম্মেলনের পর স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক ফলাফল প্রকাশ করবেন। খবর বিডিনিউজের।
গতকাল সোমবার স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা.এ এইচ এম এনায়েত হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, ফলাফল মোটামুটি প্রস্তুত। মঙ্গলবার মাননীয় মন্ত্রী মহোদয়ের উপস্থিতিতে তা প্রকাশ করা হবে।
গত শুক্রবার সারাদেশের ১ লাখ ৪৩ হাজার ৯১৫ জন শিক্ষার্থী এমবিবিএস পরীক্ষায় অংশ নেয়। দেশের ১৮টি মেডিকেল কলেজ এবং একটি ডেন্টাল কলেজ কেন্দ্রে অধীনে ৫৭টি কেন্দ্রে আওতায় ১ হাজার ৭৯২টি হলে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
সারা দেশের ৩৭টি সরকারি মেডিকেল কলেজে আসন রয়েছে ৪ হাজার ৩৫০টি এবং বেসরকারি ৭২টি মেডিকেল কলেজে ৬ হাজার ৪৮৯টি। এবার অনুষ্ঠিত পরীক্ষায় সরকারি বেসরকারি মেডিকেল কলেজ মিলিয়ে প্রতিটি আসনের জন্য ১৩ জনের বেশি প্রার্থী।

পূর্ববর্তী নিবন্ধ৫ কোটি টাকার এনজিওগ্রাম মেশিনের সেবা বন্ধ ৭ মাস
পরবর্তী নিবন্ধইয়াবাসহ ঘুমধুম ইউপির প্যানেল চেয়ারম্যান গ্রেপ্তার