এমপি নদভীকে নিয়ে কটূক্তি, ৯ জনের বিরুদ্ধে মামলা

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৩০ সেপ্টেম্বর, ২০২২ at ৬:১৭ পূর্বাহ্ণ

সামাজিক যোগাযোগ মাধ্যমে সাতকানিয়া-লোহাগাড়া আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভী ও তার স্ত্রী রিজিয়া রেজা চৌধুরীকে নিয়ে কটূক্তির অভিযোগে ৯ জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। তারা হলেন, মুহাম্মদ শুয়াইব বিন হাবিব, শরীফ মাহমুদ, ইউসুফ বিন হোসাইন খান, এএসএম এহসানুল হক, ইউসুফ আহমেদ, কবির আহমেদ, ইকবাল হাফিজ, সাইফুল ইসলাম ও মাহমুদ মিনহাজ।
গতকাল চট্টগ্রাম বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালের বিচারক জহিরুল কবিরের আদালতে নদভীর পক্ষে মামলাটি করেন মিজানুর রহমান নামের এক যুবক। বাদীর আইনজীবী আসাদুজ্জামান খান আজাদীকে বিষয়টি নিশ্চিত করে বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে গত ১৪ সেপ্টেম্বর সংসদ সদস্য নদভী ও তার স্ত্রীকে নিয়ে কটূক্তি করেন আসামিরা। যেটি ডিজিটাল সিকিউরিটি আইন ২০১৮ এর ২৪, ২৫ ও ২৯ ধারায় শাস্তিযোগ্য অপরাধ। এরই ধারাবাহিকতায় এসব ধারায় আসামিদের বিরুদ্ধে আমার মক্কেল মামলা দায়ের করেছেন। আদালত মামলাটি গ্রহণ করে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধআবদুল করিম সাহিত্যবিশারদ : মধ্যযুগের বাংলা সাহিত্যের ইতিহাস নির্মাণকারী
পরবর্তী নিবন্ধবঙ্গবন্ধুর খুনি শাহরিয়ার রশিদের জামাতার ৭ বছর জেল