কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলমের সপরিবারে অর্জিত সম্পদের হিসাব দুদক কর্মকর্তার কাছে দাখিল করার কথা ছিল গতকাল রোববার। কিন্তু এইদিন পূর্বঘোষিত চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল থাকায় দুদক সমন্বিত জেলা কার্যালয় কক্সবাজারে হাজির হতে পারেননি তারা।
তবে আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী ২০ সেপ্টেম্বর তারা নিজ নিজ সম্পদের হিসাব দাখিল করবেন বলে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা দুদক সমন্বিত কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। দুদক কর্মকর্তা বলেন, দলীয় কর্মসূচি থাকায় রোববার তারা হাজির হতে পারেননি। তবে আগামী ২০ সেপ্টেম্বর তারা হাজির হবেন বলে সময়ের আবেদন জানালে তা গ্রহণ করা হয়। এর আগে গত ২৪ আগস্ট সংসদ সদস্য জাফর আলম, তার স্ত্রী শাহেদা বেগম, ছেলে তুহিন আলম ও মেয়ে তানিয়া আফরিনের নামে আলাদা নোটিশ ইস্যু করে ৪ সেপ্টেম্বর হাজির হয়ে সম্পদের হিসাব দাখিল করতে বলা হয়। নামে-বেনামে তাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, ক্ষমতা ও প্রভাবকে কাজে লাগিয়ে এমপি জাফর আলম, স্ত্রী শাহেদা বেগম এবং দুই সন্তান নানাভাবে কোটি কোটি টাকার অবৈধ সম্পদের মালিক হয়েছেন।
তবে এসব অভিযোগ একেবারেই উদ্ভট উল্লেখ করে জাফর আলম বলেন, ভারতের শিলংয়ে অবস্থানকারী বিএনপি নেতা সালাহউদ্দিনের ইন্ধনেই আওয়ামী লীগের ভেতর ঘাপটি মেরে থাকা তাঁর এজেন্টরা আমি এবং পরিবারের সদস্যদের হয়রানি করার উদ্দেশ্যেই দুদকে এসব অভিযোগ করা হয়েছে। এতে আমরা কোনোভাবেই বিচলিত নই। কিন্তু অভিযোগ প্রমাণিত না হওয়ার আগে বিভিন্ন গণমাধ্যম পুত্র-কন্যার ছবিসহ যেভাবে অপপ্রচার শুরু করেছে তা দেশের প্রচলিত আইনে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এরপরও সময়মতো দুদককে তদন্ত কাজে সর্বাত্মক সহায়তা দেওয়া হবে।