বেড়িবাঁধে অজ্ঞাত যুবকের লাশ, শরীরে ছুরিকাঘাতের চিহ্ন

আজাদী প্রতিবেদন | সোমবার , ৫ সেপ্টেম্বর, ২০২২ at ৬:১২ পূর্বাহ্ণ

নগরীর পতেঙ্গা থানাধীন খেজুরতলা এলাকার বেড়িবাঁধ থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। তবে নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাহেদ মো. নাজমুল নুর বলেন, উদ্ধার করা লাশের শরীরে ছুরিকাঘাতের চিহ্ন আছে। রাতের কোনো একসময় দুর্বৃত্তরা তাকে হত্যা করে ফেলে রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে। তার আনুমানিক বয়স ৪০ বছর। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলা যাবে।

পূর্ববর্তী নিবন্ধএমপি জাফর পরিবার দুদকে উপস্থিত হবে ২০ সেপ্টেম্বর
পরবর্তী নিবন্ধক্রেডিট কার্ডে সীমার বেশি ডলার ব্যয়, ২৭ ব্যাংককে নোটিস