এমন পরাজয় প্রাপ্য নয় ব্রাজিলের ভাষা হারিয়ে ফেলেছেন ক্যাসিমেরো

স্পোর্টস ডেস্ক | রবিবার , ১১ ডিসেম্বর, ২০২২ at ৫:০৪ পূর্বাহ্ণ

শুক্রবার রাতে পুরো ফুটবল বিশ্বকে কাঁদিয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। ব্রাজিলের এই পরাজয়ে পুরো ফুটবল বিশ্ব যেন স্তম্ভিত। কারন পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের এমন পরাজয় কে আশা করেছিল। যেমনটি করেনি দলটির গোলরক্ষক অ্যালিসন বেকার। যদিও তিনি টাইব্রেকারে একটি শটও ঠেকাতে পারেনি। তারপরও এই ব্রাজিল গোল রক্ষক মনে করেন এমন পরাজয় তাদের জন্য না। কিন্তু নিয়তি মেনে নিতে হয় কখনো কখনো। অপরদিকে এমন পরাজয়ে যেন ভাষা হারিয়ে ফেলেছেন দলটির রক্ষনভাগের অতন্দ্র প্রহরী ক্যাসিমেরো। ষষ্ঠ বিশ্বকাপ জয়ের মিশনে এসে পরপর দুই আসরেই কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিল ব্রাজিল। যা মেনে নেওয়া বড়ই কষ্টের। অথচ ক্রোয়েশিয়ার বিপক্ষে কি দুর্দান্তই না খেলেছে ব্রাজিল। কিন্তু টাইব্রেকার নামক ভাগ্য পরীক্ষায় হেরে বিদায় নিতে হলো ব্রাজিলকে। অ্যালিসন বেকার মনে করেন নিজেদের সাধ্যের সবটুকু দিয়ে চেষ্টা করায় অবশ্য খুব একটা আক্ষেপ হচ্ছে না তার। টাইব্রেকারে ব্রাজিলকে ৪২ গোলে হারিয়ে বিশ্বকাপে এনিয়ে টানা দ্বিতীয়বার শেষ চারে জায়গা করে নিল ক্রোয়েটরা। আর ব্রাজিল ২০০২ সালে শিরোপা জয়ের পর চতুর্থবার ছিটকে পড়ল কোয়ার্টারফাইনাল থেকে। পুরো আসর জুড়ে ব্রাজিল যেভাবে খেলেছে, তাতে সন্তুষ্ট আলিসন। তিনি বলেন আমার মনে হয় যেটা ভুল হয়েছে, তা হলো ফুটবল। এখানে যে কোনো কিছু ঘটতে পারে। আমাদের পারফরম্যান্স, খেলোয়াড়দের মান, মাঠে আমরা যা করেছি এসব কারণে লোকে আমাদের ফেভারিট ভেবেছে। আমি আগেও বলেছি, আমাদের আফসোস করার কিছু নেই। আমরা কিছু পরিবর্তন করতে পারব না। কারণ আমরা লড়াই করেছি। নিজেদের তৈরি করেছি এবং বিশ্বকাপ জেতার জন্য তৈরি ছিলাম। ফুটবলে আমরা যেমনটা চাই, সবসময় সেটা হয় না। কোনো আক্ষেপ নেই। সামনের চ্যালেঞ্জের দিকে তাকাতে হবে আমাদের। এত আক্রমণ করেও জিততে না পারায় হতাশ আলিসন। তার মতে এমন ফল তাদের প্রাপ্য ছিল না। মাঠে প্রতিটি খেলোয়াড়, প্রত্যেকটি কাজ যেভাবে করেছে, তাতে আমি আমরা গর্বিত। পারফরফম্যান্স ছিল খুবই ভালো। আমার মতে এই ম্যাচে আমাদের হার প্রাপ্য নয়। বিশ্বকাপে টাইব্রেকার হবেই। আর আমরা দুর্ভাগ্যবশত সেখানেই হেরেছি। এদিকে হাতের মুঠোয় থাকা জয় এভাবে হাতছাড়া করে যেন ভাষা হারিয়ে ফেলেছেন দলটির ডিফেন্সিভ মিডফিল্ডার ক্যাসেমিরো। অথচ শেষ আটের বিতরণী প্রায় পারই করে ফেলেছিল ব্রাজিল। কিন্তু এভাবেও যে হারতে হবে, মানতেই পারছেন না ক্যাসেমিরো। ম্যাচের পর তিনি বলেন পুরো দলই এখন হতাশায় আচ্ছন্ন। সব হারই কষ্টদায়ক। বিশেষ করে যখন একটি লক্ষ্য থাকে। একটি স্বপ্ন থাকে। চার বছর ধওে এই সাফল্যের মুহূর্তটার জন্য কাজ করা হয়। এই মুহূর্তে শব্দ খুঁজে পাওয়া খুবই কঠিন। তিনি বলেন এমন পরাজয়ে আমরা সত্যিই ব্যথিত। এটা অস্বীকার করার সুযোগ নেই যে দলের সবাই নিজেদের সর্বোচ্চটা দিয়েছে। তবে আমরা হতাশ। মূলত হারের ধরনের জন্য। আমাদের হাতেই ছিল ম্যাচ। কিন্তু ধরে রাখতে পারিনি। এটা খুবই কঠিন মুহূর্ত। এখন মনকে শান্ত রাখতে হবে। জীবন চলতেই থাকে। আমাদেরকে পরের আসরের জণ্য প্রস্তুত হতে হবে। হয়তো সে আসরে আমরা থাকব না। কিন্তু যারা থাকবে তারা ব্রাজিলের জন্য নিজেদের সেরাটা দিয়ে লড়াই করবে। কারন আমরা ষষ্ট শিরোপার জন্য অপেক্ষা করছি অনেক দিন ধরে। তাই এখন আমাদের অতীত ভুলে এগুতে হবে সামনের দিকে ।

পূর্ববর্তী নিবন্ধক্রোয়েশিয়াকে নিয়েও যথেষ্ট সতর্ক মেসি
পরবর্তী নিবন্ধমাইলফলকের ম্যাচে উজ্জ্বল বেনো