এমইএস কলেজে বিএনসিসি স্বেচ্ছাসেবা ক্যাম্পিং

| সোমবার , ১ ফেব্রুয়ারি, ২০২১ at ৭:৩৪ পূর্বাহ্ণ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ১৩ বিএনসিসি ব্যাটালিয়ন হেডকোয়ার্টার গতকাল রোববার ওমরগণি এমইএস কলেজে স্বেচ্ছাসেবা ক্যাম্পিংয়ের আয়োজন করে। অধ্যক্ষ আ ন ম সরওয়ার আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনসিসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাহিদুল ইসলাম খান, কর্ণফুলী রেজিমেন্টের কমান্ডার সফিকুর রহমান। উপস্থিত ছিলেন রেজিমেন্টের এ্যাডজুটেন্ট মেজর মো. শরীফুজ্জামান, বিএনসিসি অফিসার উপাধ্যক্ষ মোহাম্মদ রেজাউল করিম সিদ্দিকী, সাহানা ইয়াছমিন, আবু নঈম মো. ইব্রাহিম চৌধুরী প্রমুখ।
প্রধান অতিথি স্বেচ্ছাসেবা ক্যাম্পিংয়ের আয়োজক সকল কর্মকর্তা ও ক্যাডেটদের স্বাগত জানান এবং স্বেচ্ছাসেবা ২০২০ ক্যাম্পে র‌্যালি উদ্বোধন করেন। তিনি ক্যাডেটদের নিয়ে সর্বসাধারণের মধ্যে মাস্ক, লিফলেট বিতরণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধডি ইঞ্জিনিয়ার্স ক্লাবের ক্যারিয়ার কর্মশালা
পরবর্তী নিবন্ধসেনা অভিযানে সু চি আটক