এভারকেয়ার হসপিটালে বিশ্ব স্ট্রোক দিবস পালিত

| বৃহস্পতিবার , ৩০ অক্টোবর, ২০২৫ at ৮:২০ পূর্বাহ্ণ

এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম বিশ্ব স্ট্রোক দিবস পালনের অংশ হিসেবে গতকাল বুধবার স্বাস্থ্য সচেতনতামূলক আলোচনা সভা ও পেশেন্ট ফোরামের আয়োজন করেছে। স্ট্রোক প্রতিরোধ, সময়মতো চিকিৎসা এবং পুনর্বাসনের বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য। কর্মসূচিটি র‌্যালির মাধ্যমে শেষ হয়।

সভায় উপস্থিত ছিলেন এভারকেয়ার হসপিটাল, চট্টগ্রামের নিউরোসার্জারি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট অ্যান্ড কোঅর্ডিনেটর ডা. মো. আনিসুল ইসলাম খান, সিনিয়র কনসালটেন্ট ডা. আমিনুর রহমান (আজাদ), এটেন্ডিং কনসালটেন্ট ডা. মো. নাসির উদ্দিন, নিউরোলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. মোহাম্মদ নাজিম উদ্দিন, কনসালটেন্ট ডা. সোমেন চৌধুরী, এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের সিওও সামীর সিং প্রমুখ।

স্বাগত বক্তব্যে ডা. মো. আনিসুল ইসলাম খান বলেন, স্ট্রোকের প্রাথমিক উপসর্গ দ্রুত শনাক্ত করা গেলে এবং সাথে সাথে চিকিৎসা শুরু করতে পারলে রোগীকে সম্পূর্ণভাবে সুস্থ করে তোলা সম্ভব। তাই, স্ট্রোকের কারণ ও উপসর্গ সম্পর্কে জনমনে আরও বেশি ধারণা ও সচেতনতা সৃষ্টি করতে হবে। অনুষ্ঠানে পেশেন্ট স্টোরি পর্বে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম থেকে স্ট্রোকের চিকিৎসা নিয়ে সুস্থ হওয়া কয়েকজন রোগী তাদের অভিজ্ঞতার কথা শেয়ার করেন, যা দ্রুত সমস্যা চিহ্নিত, সময়মতো চিকিৎসা গ্রহণ এবং সমন্বিত সেবার গুরুত্ব প্রমাণ করে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধষষ্ঠ কিস্তির আলোচনা সারতে ঢাকায় আইএমএফ মিশন
পরবর্তী নিবন্ধসঠিক শিক্ষা ও সুযোগ পেলে মেয়েদের স্কুলে উপস্থিতি বাড়ানো সম্ভব