এবারের আইপিএলে শুরুটা দারুন করেছিলেন মোস্তাফিজ। কিন্তু সময় গড়ানোর সাথে সাথে কেমন যেন ছন্দ হারিয়ে ফেলছেন কাটার মাস্টার। এবার শেষ ওভারে আরো একবার ব্যর্থ হলেন মোস্তাফিজ। গত মঙ্গলবার রাতে নিজেদের মাঠে শেষ ওভারে বল করতে এসে দলকে জেতাতে পারলেননা মোস্তাফিজ। লক্ষৌ সুপার জায়ান্টের বিপক্ষে এই ম্যাচে শেষ ওভারে লক্ষৌ এর জয়ের জণ্য দরকার ছিল ১৭ রান। মহেন্দ্র সিং ধোনি বল তুলে দেন মোস্তাফিজের হাতে। শেষ ওভার করতে আসার আগ পর্যন্ত ৩ ওভারে মোস্তাফিজ দেন ৩২ রান। উইকেট নিয়েছিলেন একটি। কিন্তু শেষ ওভারে একেবারে তুলোধুনো হলেন কাটার মাস্টার। স্টয়নিস খেলা শেষ করে দেন ওভারের প্রথম দিন বলেই। আর সে তিন বলে একটি নো বলসহ ১৯ রান দেন মোস্তাফিজ। আর তাতে শেষ পর্যন্ত মোস্তাফিজের বোলিং ফিগার গিয়ে দাড়ায় ৩.৩–০–৫১–১। চেন্নাইয়ের এমএ চিদাম্বারাম স্টেডিয়ামে চলতি মৌসুমে চার ম্যাচখেলে এই প্রথম ৩০ রানের বেশি দিলেন মোস্তাফিজ।
অথচ এই চেন্নাই এর মাঠেই ২৯ রানে ৪ উইকেট নিয়ে আইপিএলের এবারের মৌসুম শুরু করেছিলেন মোস্তাফিজ। একই মাঠে পরের ম্যাচে ৩০ রানে নিয়েছিলেন ২ উইকেট। এই মাঠে আরেকটি ম্যাচ খেলেন তিনি গত ৮ এপ্রিল। সেদিনও দারুণ বোলিংয়ে ২ উইকেট নিয়েছিলেন ২২ রানে। ঠিক উল্টো চিত্র ছিল চেন্নাইয়ের বাইরে। বিশাখাপাত্নামে তার পারফরম্যান্স ছিল ৪৭ রানে ১ উইকেট, মুম্বাইয়ে ৫৫ রানে ১ উইকেট ও লাক্ষৌতে ৪৩ রানে ১ উইকেট। শেষ ওভারে মোস্তাফিজের লেংথ ছিল চরম হতাশাজনক। প্রথম দুই বলই করেন তিনি হাফ–ভলি। সেঞ্চুরি করে তখন ভয়ঙ্কর চেহারায় থাকা স্টয়নিসের সামনে এসব ডেলিভারি করা মানে নিজেরই কবর খোঁড়া। তৃতীয় বলটি তিনি হয়তো ওয়াইড ইয়র্কার করতে চেয়েছিলেন। কিন্তু তা হয়ে যায় ফুল টস। সেটি আবার ছিল নো বল। এরপর আরেকটি ধারহীন শর্ট বল এবং সেখানেই খেলার সমাপ্তি। ছক্কায় শুরুর পর টানা তিনটি চার। ৬৪ বলে ১২৪ রানে অপরাজিত স্টয়নিস। মৌসুমে দ্বিতীয়বার ও চেন্নাইয়ের মাঠে প্রথমবার রান দেওয়ার ফিফটি করলেন মোস্তাফিজ।












