এবার রাজনৈতিক গল্পে বাঁধন

| রবিবার , ৭ এপ্রিল, ২০২৪ at ১০:৪৯ পূর্বাহ্ণ

এশা মার্ডার: কর্মফল’ সিনেমায় পুলিশ অফিসারের চরিত্রে দেখা দেবেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ছবিটি কোরবানির ঈদে মুক্তি পাবে। আর এবার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) চরিত্রে দেখা যাবে তাকে। রেজওয়ান শাহরিয়ার সুমিত পরিচালিত রাজনৈতিক প্রেক্ষাপটের সিনেমা ‘মাস্টার’ এমন চরিত্রেই অভিনয় করছেন বাঁধন। সমপ্রতি টাঙ্গাইলের মধুপুর ও ধনবাড়ীতে এর শুটিংয়ে অংশ নিয়েছেন অভিনেত্রী।

চরিত্রটি ভালোমতো ফুটিয়ে তোলার জন্য তিনি সচিবালয়ে গেছেন, অফিসারদের কাজ দেখেছেন। সিনেমাটির অন্যতম প্রধান চরিত্রে থাকবেন নাসির উদ্দিন খান। বাঁধন বলেন, গল্পটা দুর্দান্ত, এক কথায় অসাধারণ। এত ভালো গল্প যা বলে শেষ করার নয়। আমার চরিত্রটি গুরুত্বপূর্ণ। আমি এখানে উপজেলা নির্বাহী অফিসারের একটা চরিত্র করেছি। একটা ভালো কাজের সঙ্গে যুক্ত হয়েছি। পরিচালক থেকে পুরো টিম দারুণ। জানা যায় সিনেমার শুটিং এর জন্য অভিনেত্রী বেশ ক’দিন থেকেছেন মধুপুরের ব্র্যাকের লার্নিং সেন্টারে। এ প্রসঙ্গে বাঁধন বলেন, মধুপুরে গিয়েছি। প্রতিদিন সবাই মিলে আনারস খেয়েছি। ভ্যানগাড়িতে ঘুরেছি শুটিংয়ের অবসরে। আনারস বাগান দেখে মন ভরে গেছে। সিনেমাটিতে বাঁধনের পাশাপাশি আরও রয়েছেন জাকিয়া বারী মম। ২০০৬ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতা দিয়ে শোবিজে পথচলা শুরু মম ও বাঁধন দুইজনের। ‘মাস্টার’ সিনেমায় প্রথমবার একসঙ্গে পর্দায় দেখা যাবে এই দুই বন্ধুকে।

পূর্ববর্তী নিবন্ধশিশু শিল্পী আলেসা মডেল ও ভালো মানুষ হতে চায়
পরবর্তী নিবন্ধ‘ইত্যাদি’তে প্রথমবারের মতো গাইলেন ইয়াসমিন মুশতারী