এবার মূল ক্যাম্পাসে অবস্থান

চবি চারুকলা নিয়ে আন্দোলন

চবি প্রতিনিধি | সোমবার , ৬ ফেব্রুয়ারি, ২০২৩ at ৫:১৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) চারুকলা ইনস্টিটিউট বন্ধ ঘোষণা করায় শিক্ষার্থীরা এবার মূল ক্যাম্পাসে অবস্থান নিয়েছেন। এ সময় তারা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে পাশে দাঁড়ানোর অনুরোধ করে চারুকলাকে মূল ক্যাম্পাসে স্থানান্তরের এক দফা দাবিতে মানববন্ধন করেন। দাবি সম্বলিত বিভিন্ন প্লেকার্ড নিয়ে গতকাল সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থান নিয়ে মানববন্ধন করেন।

মাস্টার্সের শিক্ষার্থী অভি বলেন, শিক্ষামন্ত্রীর আশ্বাসেও আমরা সুফল পাইনি। আমাদের আন্দোলন বানচাল করার জন্য চারুকলা ক্যাম্পাস ইতোমধ্যে বন্ধ ঘোষণা করা হয়েছে। প্রশাসন যা কিছুই করুক, চারুকলাকে মূল ক্যাম্পাসে স্থানান্তরের দাবিতে আমরা অটল থাকব।

দ্বিতীয় বর্ষের আরেক শিক্ষার্থী বলেন, চারুকলা বন্ধ করলেও মূল ক্যাম্পাস তো আমাদের জন্য বন্ধ না। তাই আমরা মূল ক্যাম্পাসে অবস্থান নিয়েছি। আমাদের একটাই দাবি, চারুকলাকে মূল ক্যাম্পাসে ফিরিয়ে আনা হোক।

আন্দোলনে নেতৃত্বদানকারী শিক্ষার্থী সঞ্জয় বলেন, ৯৫ দিন পার হয়ে গেলেও এখনো স্থানান্তরের বিষয়ে কোনো সুরাহা হয়নি। আমরা মূল ক্যাম্পাসে আসতে চাই।

চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ২২ দফা দাবিতে গত বছরের ২ নভেম্বর ক্লাস বর্জন করে অবস্থান কর্মসূচি শুরু করেন। শুরুতে তাদের আন্দোলন ইনস্টিটিউটের সংস্কারসহ ২২ দফা থাকলেও পরে তা ক্যাম্পাসে স্থানান্তরের এক দফা দাবিতে রূপ নেয়। লাগাতার আন্দোলনের ৮২তম দিনে শিক্ষামন্ত্রীর আহ্বানে শর্ত সাপেক্ষে শিক্ষার্থীরা খোলা মাঠে ক্লাস করার সিদ্ধান্ত নেন। এক সপ্তাহেও সংস্কার কাজের কোনো অগ্রগতি না থাকায় গত সোমবার আবারো ক্লাস বর্জন করে আন্দোলনে যান শিক্ষার্থীরা।

পূর্ববর্তী নিবন্ধমডার্ন জুট মিলসের এমডি সহ সাতজনের বিরুদ্ধে ৫ মাসের আটকাদেশ
পরবর্তী নিবন্ধগণতন্ত্র সূচকে দেশের অগ্রগতি বিএনপির সমালোচনাকে অসার প্রমাণ করেছে : তথ্যমন্ত্রী