নগরের খতিবের হাটের চান মিয়া সড়কের পাশে নয়া মির্জা খালে এক কিশোরী পড়ে গেছে। স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
তৎক্ষণিকভাবে ওই কিশোরীর পরিচয় জানা যায়নি। সে চান মিয়া সড়ক এলাকার একটি বস্তিতে পরিবারের সঙ্গে থাকে। রাতে তাকে উদ্ধারের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। রনি সাজ্জাদ নামে এক পথচারী ভিডিও পোস্ট করে লিখেন, কোনো রকম নিরাপত্তা বেষ্টনি ছাড়া জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ চলাকালীন খতিবের হাট এলাকায় একজন নালায় পড়ে যায়। কোনো রকম দুর্ঘটনা ছাড়া মেয়েটিকে উদ্ধার করা হয়।
এ বিষয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পশ্চিম ষোলশহর ওয়ার্ড কাউন্সিলর মোবারক আলী দৈনিক আজাদীকে বলেন, আমি খবর নিয়েছিলাম। কেউ বলেছে মেয়েটির মাসহ ওখানে ছিল। অসাবধানতা বশত মেয়েটি পড়ে যায়। কয়েকজন জানিয়েছে, প্রতিরোধ দেয়ালের ওপর দিয়ে হাঁটার সময় হঠাৎ করে খালে পড়ে যায় ওই কিশোরী। তার আর্তচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে। ফলে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি।
এ কাউন্সিলর বলেন, বর্ষা তো ঘনিয়ে আসছে। মেগা প্রকল্পের যে উন্নয়ন কাজ চলছে তা দ্রুত শেষ করা উচিত।
উল্লেখ্য, গত ১৫ এপ্রিল সকালে নগরের চান্দগাঁওয়ের বালুরটাল এলাকার একটি খালে এক নারী পড়ে যায়। জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন দেওয়ার পর ফায়ার সার্ভিসের কালুরঘাট স্টেশন এর কর্মীরা এসে তাকে জীবিত উদ্ধার করে।











