নাটক, সিনেমা ও ওয়েব সিরিজে নিয়মিতই দেখা মিলছে অভিনেতা আনিসুর রহমান মিলনের। সেই ধারাবাহিকতায় এবার অভিনয় করলেন বাংলাদেশ বেতারের একটি নাটকে। তিনি ২০ বছর আগে বেতারের তালিকাভুক্ত শিল্পী হলেও এটাই তার প্রথম নাটক। নাটকটির নাম ‘সূর্যোদয়ের আগে সূর্যাস্তের পরে’। নাটকটি রচনা করছেন তারেক মঞ্জুর এবং প্রযোজনা করছেন সৈয়দা ফরিদা ফেরদৌসী যাত্রী।
আনিসুর রহমান মিলন বলেন, আমি ২০০২ সালে বেতারে শিল্পী হিসেবে তালিকাভুক্ত হই। কিন্তু সময়ের কারণে কাজ করা হয়ে উঠেনি। এবার সময় পেলাম তাই বেতারের জন্য একটা নাটকে কাজ করলাম। নাটকটিতে আমি সূত্রধর চরিত্রে অভিনয় করছি। বেতারে আমি ইন্টারভিউ দিয়েছি, টকশোগুলোতে কথা বলেছি। কিন্তু এই প্রথম নাটকে কাজ করছি অনেক ভালো লাগছে বেতার নাটকে অভিনয় করতে পেরে। তা আমি ভাষার প্রকাশ করতে পারছি না। নতুন চ্যালেঞ্জ, আমরা সাধারণ যেভাবে অভিনয় করি তা ছিল না। এইখানে কণ্ঠ দিয়ে সবকিছু করতে হয়। আশা করছি শ্রোতাদের ভালো লাগবে নাটকটি।