এবার বগুড়ায় হাসিনা, কাদেরসহ ১০১ জনের বিরুদ্ধে হত্যা মামলা

| শনিবার , ১৭ আগস্ট, ২০২৪ at ৬:২৮ পূর্বাহ্ণ

বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষক সেলিম হোসেনের নিহতের ঘটনায় একটি হত্যা মামলা করা হয়েছে। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে হুকুমের আসামি করা হয়েছে।

গত বৃহস্পতিবার রাতে নিহত সেলিম হোসেনের বাবা সেকেন্দার আলী বগুড়া সদর থানায় মামলাটি দায়ের করেন বলে জানিয়েছেন বগুড়া সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহ। সেলিম হোসেন (৩৫) বগুড়ার শিবগঞ্জের পীরব ইউনিয়নের পালিকান্দা গ্রামের বাসিন্দা এবং কাহালু উপজেলার মুরইল লাইট হাউজ স্কুলের সহকারি শিক্ষক ছিলেন। খবর বিডিনিউজের।

গত ৪ অগাস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শহরের সাতমাথায় সেলিম হোসেনকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। তার সহকর্মীরা সেসময় অভিযোগ করেছিলেন, আওয়ামীযুবলীগের নেতাকর্মীরা তাকে হত্যা করেছে।

এ ঘটনায় বৃহস্পতিবার রাতে করা হত্যা মামলায় শেখ হাসিনা ও ওবায়দুল কাদের ছাড়াও আওয়ামী লীগের দুজন সাবেক সংসদ সদস্য, পাঁচজন উপজেলা চেয়ারম্যান, দুই মেয়র, বগুড়া পৌরসভার আট কাউন্সিলর, ১০জন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ২৫ জনপ্রতিনিধিসহ মোট ৯৯জনের নাম উল্লেখ করা হয়। অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ৩৫০ জনকে।

উল্লেখযোগ্য আসামিরা হলেনবগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও বগুড়া(শেরপুরধুনট) আসনের সাবেক সংসদ সদস্য মজিবর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বগুড়া(সদর) আসনের সাবেক সংসদ সদস্য রাগেবুল আহসান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি টি জামান নিকেতা, যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম, সাগর কুমার রায়, এ কে এম আসাদুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহাদৎ আলম, শহর আওয়ামী লীগের সভাপতি রফি নেওয়াজ খান, সাধারণ সম্পাদক ওবায়দুল হাসান।

পূর্ববর্তী নিবন্ধসাগরে লঘুচাপ ৩ নম্বর সতর্কতা সংকেত
পরবর্তী নিবন্ধমোদীকে ইউনূসের টেলিফোন যে আলাপ হলো