পশ্চিমবঙ্গের সংসদ সদস্য-অভিনেত্রী নুসরাত জাহানের সঙ্গে ‘প্রেম’ কিংবা ‘বিয়ে’ নিয়ে কয়েক বছর ধরেই বেশ আলোচনায় রয়েছেন অভিনেতা যশ দাশগুপ্ত। এই নায়কের সঙ্গেই প্রথমবার পর্দায় জুটি বাঁধলেন বাংলাদেশের নুসরাত ফারিয়া। গতকাল বৃহস্পতিবার থেকে ‘রকস্টার’ নামের সিনেমাটির শুটিং শুরু করেছেন যশ ও ফারিয়া দু’জনই। শুটিং চলবে টানা ৩ মার্চ পর্যন্ত। খবর বাংলানিউজের।
বিষয়টি নুসরাত ফারিয়া নিজেই নিশ্চিত করেছেন। তিনি জানান, ভারতের বিভিন্ন লোকেশনে সিনেমাটির শুটিং হবে। রোমান্টিক থ্রিলার সিনেমাটি নির্মাণ করছেন অংশুমান প্রত্যুষ। প্রযোজনায় রয়েছেন শাপলা মিডিয়া ইন্টারন্যাশনাল। ভারত ও বাংলাদেশে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।