এবার জমবে মেলা

আসাদ মান্নান | শুক্রবার , ১৩ অক্টোবর, ২০২৩ at ৬:১৩ পূর্বাহ্ণ

দেশের বরেণ্য শিশু সাহিত্যিক রাশেদ রউফ

নানা ধরনের আয়োজনে আমাদের চট্টগ্রামে

মুখরা নদীর জলে ভাসাচ্ছেন আলোর সাম্পান;

বহু গুণীজন যখন সওয়ারী হোন সেসাম্পানে

কী যে এক আনন্দের ঢেউ খেলে সমুদ্রের বুকে!

এবার জমবে মেলা বঙ্গবন্ধু শেখ মুজিবের

অতি আদরের কনিষ্ঠ সন্তান শেখ রাসেলের

জন্মদিন ঘিরে ছয়দিনব্যাপী বইমেলা! আহা

পঁচাত্তরে পনেরই আগস্ট অত্যন্ত নির্মমভাবে

পিতামাতা ভাই ও ভাবীরাসহ অবুঝ শিশুটি

নিহত হলেন অমানুষ খুনির বুলেটে, তার

জন্মদিনে শিশুরা গ্রন্থের মধ্যে সেই কলঙ্কিত

ইতিহাস খুঁজে পাবে; একদিকে রাসেলের স্মৃতি

অন্যদিকে আগামীর অঙ্গীকার সুদৃঢ় প্রত্যয়

এমন বাসনা মনে রাশেদের মিলনমেলায়

অধীর আগ্রহে আছি কবে যাবো বন্ধুদের কাছে

দেখা হবে কথা হবে মগ্নতায় রাম ও রহিমে।

প্রাণের বন্ধুরা যারা কাছেদূরে রয়েছে ছড়িয়ে

রাশেদের ডাকে সবে এক হয় দুহাত বাড়িয়ে ;

হৃদয়ের ঐক্য দিয়ে সখ্য দিয়ে রাসেলের নামে

এমন উৎসব মেলা বসে যেন শহর ও গ্রামে ;

রাশেদ রউফের মতো শুদ্ধ বইপ্রেমী আছে যারা

তারা কিন্তু যুক্ত হয়ে তৈরি করে আলোঝর্ণাধারা;

অপার শুভেচ্ছা আর ভালোবাসা সবাই নেবেন

পরস্পর পাশে থেকে নিরন্তর আস্থা কুড়োবেন :

এ আমার আশাবাণী এ আমার ছোট্ট নিবেদন

রাশেদের সঙ্গে এলে পূর্ণ হবে রসে শূন্য মন।

পূর্ববর্তী নিবন্ধদোহাজারি স্টেশনে ট্রাফিক আইনের প্রয়োগ চাই
পরবর্তী নিবন্ধপ্রাথমিক শিক্ষাই সব শিক্ষার মূল ভিত্তি