খাগড়াছড়ি সদর হাসপাতালে এবার স্থাপিত হচ্ছে সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট। কয়েকদিনের মধ্যেই এটি চালু হবে। ইতোমধ্যে হাসপাতালে তরল অঙিজেন ট্যাংক স্থাপন করা হয়েছে। স্বাস্থ্য বিভাগের এই উদ্যোগে খুশি সাধারণ মানুষ। এর ফলে একইসঙ্গে ১৩৯ জন রোগীকে অক্সিজেন সরবরাহ করা যাবে।
সংশ্লিষ্টরা জানান, পার্বত্য জেলা খাগড়াছড়িতে প্রায় ১০ লাখ মানুষের বসবাস। এই বিপুল জনগোষ্ঠীর শেষ ভরসা সদর হাসপাতাল। দুর্গম পাহাড়ি এলাকার দরিদ্র মানুষগুলোর চট্টগ্রাম বা ঢাকায় গিয়ে চিকিৎসা সেবা নেয়ার সামর্থ্য নেই। দেশে সংক্রমণ শুরু হওয়ার পর থেকে খাগড়াছড়িতেও করোনা রোগী বাড়ছিল। সে সময় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের সেবা দিতে হিমশিম খেয়েছে স্বাস্থ্যকর্মীরা। করোনা রোগীদের অক্সিজেন সরবরাহ করার সুযোগ না থাকায় মুমূর্ষদের চট্টগ্রামে প্রেরণ করা হত। অনেক ক্ষেত্রে সিলিন্ডারের মাধ্যমে অঙিজেন সরবরাহ করা হলেও তা পর্যাপ্ত ছিল না।
খাগড়াছড়ি স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, প্রায় ৬ হাজার লিটার ধারণ ক্ষমতার অঙিজেন প্ল্যান্টটি চালু হলে বেডেই সেবা পাবে রোগীরা। সরেজমিনে দেখা যায়, হাসপাতালের পেছনে ট্যাংক স্থাপন করা হয়েছে। সিলিন্ডার থেকে পাইপের মাধ্যমে অঙিজেন সরবরাহ করা হচ্ছে সেখানে।
খাগড়াছড়ি জেলা সিভিল সার্জন নুপুর কান্তি দাশ বলেন, এই প্ল্যান্ট চালু হলে অঙিজেন সরবরাহ নিয়ে যে সংকট রয়েছে তা দূর হবে। কোভিড পরিস্থিতিতে সরকারের কাছে আমরা অক্সিজেন প্ল্যান্ট স্থাপনের অনুরোধ জানিয়েছিলাম। স্বাস্থ্য বিভাগ আমাদের পাশে দাঁড়িয়েছে।