বর্ষীয়ান অভিনেতা ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক করোনা আক্রান্ত হওয়ার পর পাশে থেকে তার সেবা করছেন স্ত্রী ফারহানা ফারুক। তবে শুরুতে মেয়েসহ ফারুক আক্রান্ত হলেও ফারহানার রিপোর্ট নেগেটিভ আসে। কিন্তু এবার ফারুকের স্ত্রীও করোনা থেকে রক্ষা পেলেন না। তিনি আক্রান্ত হলেন ভাইরাসটিতে। তার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। এদিকে সুস্থ থাকলেও ফারুকের করোনা রিপোর্ট এখনো নেগেটিভ হয়নি। তাই দু’জনই একসঙ্গে ভর্তি আছেন রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনা ইউনিটে। খবর বাংলানিউজের।
বিষয়টি নিশ্চিত করে ফারুকের স্ত্রী ফারহানা ফারুক বলেন, আমার স্বাদ-ঘ্রাণ চলে যাওয়ায় করোনা টেস্ট করালে রিপোর্ট পজিটিভ আসে। অন্য কোন জটিলতা নেই। ফারুক ভালো আছেন, কিন্তু তার রিপোর্ট এখনো নেগেটিভ আসেনি। তাই আমরা দু’জনেই হাসপাতালে ভর্তি আছি। আমাদের শারীরিক অবস্থা ভালো। সবাই দোয়া করবেন।
তিনি আরও জানান, করোনা আক্রান্ত তাদের মেয়ে ফারিহা তাবাসসুম পাঠান তুলসির রিপোর্ট এখন নেগেটিভ। তাই তিনি বাসাতেই আছেন। গত ১৬ নভেম্বর অভিনয়শিল্পী ফারুকের করোনা রিপোর্ট পজিটিভ এলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।