এবার ওয়ানডে ফরম্যাটেও বিসিএল হবে

| শুক্রবার , ১২ নভেম্বর, ২০২১ at ৫:০৮ পূর্বাহ্ণ

জাতীয় লিগের (এনসিএল) পর মাঠে গড়াবে বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)। মূলত প্রথম শ্রেণির টুর্নামেন্ট হলেও এবার ওয়ানডে ফরম্যাটেও খেলা হবে। প্রথমে ৫০ ওভারের বিসিএল শুরু হবে, এরপর মাঠে গড়াবে চার দিনের ফরম্যাট। ডিসেম্বরের প্রথম সপ্তাহে ওয়ানডে ফরম্যাটের বিসিএল শুরু হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন। গতকাল বৃহস্পতিবার এই টুর্নামেন্ট নিয়ে মিরপুরে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সুজন বলেন, ‘বিসিএল আয়োজন করতেই হবে। ডিসেম্বরের ৭ থেকে ১০ তারিখের মধ্যে শুরু হবে। এবার ওয়ানডে ফরম্যাটের কথাও চিন্তা করা হচ্ছে। যেহেতু প্রিমিয়ার লিগের আগে অনেকদিন খেলা নেই ওয়ানডে ফরম্যাটে। তারা চাচ্ছিল টি-টোয়েন্টি। আমাদের হাতে সময়ও নেই যে এই সময়ে ডাবল লিগে টুর্নামেন্ট শেষ করতে পারবো। আমাদের বিপিএলও আছে সামনে।’ এবার টুর্নামেন্ট যেন ভালো হয়, সেদিকে এখন থেকেই নজর দিতে চান সুজন, ‘গ্রাউন্ডসকে বলা হয়েছে ভালো এবং বাউন্সি উইকেট যেন তৈরি করতে পারে। আমরা কোন মাঠে খেলা দেবো কিংবা কোন মাঠ ফাঁকা রাখবো, সেটা এখন থেকেই ঠিক করতে পারি।’ দেশের আট বিভাগকে চারটি অঞ্চলে ভাগ করে আয়োজিত হয় বিসিএল। ঢাকা বিভাগ ও ঢাকা মেট্রো নিয়ে ওয়ালটন মধ্যাঞ্চল। সিলেট ও চট্টগ্রাম বিভাগকে নিয়ে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল। বরিশাল ও খুলনা বিভাগকে নিয়ে দক্ষিণাঞ্চল এবং রংপুর ও রাজশাহী বিভাগকে নিয়ে তৈরি উত্তরাঞ্চল দল। চার দলের দুটি টুর্নামেন্ট হবে সিঙ্গেল লিগ পদ্ধতিতে। পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল খেলবে ফাইনাল।

পূর্ববর্তী নিবন্ধদরবেশ হয়ে আসছেন ইলিয়াস কাঞ্চন
পরবর্তী নিবন্ধশারীরিক শিক্ষা কলেজে ব্যাডমিন্টন কোর্স সম্পন্ন