ঢাকাই চলচ্চিত্রের গ্ল্যামার কন্যা পরীমনি। মহামারি করোনার কারণে দীর্ঘদিন ঘরবন্দি ছিলেন। সমপ্রতি ‘প্রীতিলতা’ সিনেমার মাধ্যমে শুটিংয়ে ফিরেছেন। এর কাজ শেষ না হতেই ‘দ্য অ্যাডভাইজার’ নামে নতুন একটি সিনেমার কাজ শুরু করতে যাচ্ছেন তিনি। এ তথ্য জানিয়েছেন চলচ্চিত্রটির পরিচালক শফিক হাসান। গত রোববার সিনেমাটির একটি গানের রেকর্ডিং হয়েছে। পরিচালক শফিক হাসান বলেন, গতকাল এই সিনেমার একটি গান রেকর্ডিং করেছি। ডিসেম্বর থেকে এর শুটিং শুরু করব। এতে নায়িকা হিসেবে থাকছেন পরীমনি। এছাড়া দুজন নতুন হিরোকে দেখা যাবে। সিনেমার প্রযোজক ডেনমার্কে থাকেন, যে কারণে কিছু অংশের শুটিং সেখানে হবে। সিনেমার গল্প প্রসঙ্গে এ নির্মাতা বলেন, সিনেমাটির গল্পে দেখা যাবে মানুষের টাকা হলে অনেক অ্যাডভাইজার বা উপদেষ্টা জুটে। এই উপদেষ্টাদের কারণে এক সময় ওই ব্যক্তি ধ্বংস হয়। সমাজের এমন বাস্তব ঘটনা নিয়ে গড়ে উঠেছে সিনেমাটির গল্প। আশা করছি, দর্শকদের ভালো লাগবে। পরিচালক শফিক হাসানের ‘ধূমকেতু’ সিনেমায় ২০১৬ সালে অভিনয় করেন পরীমনি। এতে তিনি শাকিব খানের বিপরীতে অভিনয় করেন। এছাড়া এই নির্মাতার ‘বাহাদুরি’ সিনেমায় অভিনয় করেন পরী। এতে সাইমন সাদিকের বিপরীতে অভিনয় করেন তিনি।