আপাতত জেলেই থাকতে হচ্ছে সুশান্ত সিং রাজপুত মৃত্যু মামলার মূল অভিযুক্ত রিয়া চক্রবর্তীকে। মঙ্গলবারও জামিন পেলেন না অভিনেত্রী। তাঁর জামিনের শুনানি ‘রিজার্ভ’ রাখলো মুম্বাই হাই কোর্ট। খবর বাংলানিউজের।
তিন দিনের টানা জিজ্ঞাসাবাদের পর গত ৮ সেপ্টেম্বর রিয়া চক্রবর্তীকে গ্রেপ্তার করেছিল নার্কোটিঙ কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। এর আগে রিয়ার ভাই শৌভিক, সুশান্তের হাউস ম্যানেজার স্যামুয়েল মিরান্ডা এবং কর্মচারী দীপেশ সাওয়ান্তকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর এতদিন জেলেই ছিলেন রিয়া। কিছুদিন পর রিয়ার হয়ে হাই কোর্টে জামিনে আবেদন জানান আইনজীবী সতীশ মানেশিন্ডে।
মঙ্গলবার রিয়ার জামিনের শুনানি শুরু হওয়ার আগেই তাঁর বিরোধিতা করে শপথনামা জমা দিয়েছিল এনসিবি। এতে রিয়াকে হাই সোসাইটির ড্রাগ সিন্ডিকেটের সক্রিয় সদস্য হিসেবে ব্যাখ্যা করা হয়। বৈদ্যুতিন প্রমাণাদিও জমা দেওয়া হয়। অভিযোগ করা হয়, সুশান্ত মাদকাসক্ত জেনেও তাঁকে মাদক সরবরাহ করতেন রিয়া এবং মাদক মজুতও রাখতেন তিনি। মঙ্গলবার আদালতে রিয়ার পক্ষ নিয়ে মানেশিন্ডে জানান, রিয়া সুশান্তের সঙ্গে থাকতে শুরু করার আগে থেকেই সুশান্তের মানসিক সমস্যা ছিল। সতীশ নাকি দাবি করেন, রিয়া সুশান্তের জীবনে আসার আগে থেকেই তিনি মাদন সেবন করতেন। নিজের বক্তব্যের সপক্ষে নাকি সারা আলি খান ও শ্রদ্ধা কাপুরের জিজ্ঞাসাবাদের তথ্যও তুলে ধরেন।