এবং রবীন্দ্রনাথ

রূপনা দাশ | শনিবার , ৬ আগস্ট, ২০২২ at ৫:২৪ পূর্বাহ্ণ

হে কবি, তোমায় পড়ি আজও শতবর্ষ পরে
শুধু কৌতুহলভরে নয়; প্রাণভরে।
সেদিনের রক্তরাগ আজও সিক্ত অনুরাগে,
দিয়েছিলে যা শতবর্ষ আগে।
একদিন জাগিয়েছ মানবচিত্তে
যে সুর বিস্ময়,
ফুরোবে না কভু
হবে না তার ক্ষয়।
হারিয়েছ অসীমে যেখানে অস্তাচলে নক্ষত্রেরা
একসাথে করে স্নান,
তবু আজও রবির আলোকে আলোকিত
দিকে দিকে অসংখ্য প্রাণ।
জীবনের উৎসব কভু মৃত্যুতে থামে?
থামে নাকো।
মৃত্যুর ওপার থেকে তুমি বয়ে আন জীবনের গান।।
যেন তব নির্মল কণ্ঠধ্বনি আজও দূর শূন্যে বাজে।
তুমি তো আছো আমাদের হৃদয় মাঝে।।
প্রেমে-অপ্রেমে, সুখে-দুঃখে, আনন্দে-বেদনায়।
তুমি রবে যুগ যুগ যুগ নিরবধি-
মানবের হৃদয়ে।
রবে তব সৃষ্টি সম্ভারে
জীবনের অশেষ বিস্ময়ে;
কালে কালান্তরে।

পূর্ববর্তী নিবন্ধগাছ লাগান পরিবেশ বাঁচান
পরবর্তী নিবন্ধতুমি রবে নীরবে