এবং অবশেষে

নাজনীন আকতার শিল্পী | সোমবার , ১৩ জুন, ২০২২ at ৮:৩৩ পূর্বাহ্ণ

একি! তুমি বিরক্তির দৃষ্টিতে তাকিয়ে কেন রবীন্দ্রনাথ?
ওহ তুমি দেখছ কেন এত রক্তপাত
কেন এতো হট্টগোল তোমকে নিয়ে
কেন মানুষ কাঁদে না আপনজন হারিয়ে
একি! তোমার চোখে কিসের আগুন জ্বলছে নজরুল?
কথা ছিলো থাকবে তোমার স্বপ্ন হিন্দোল
তুমি ভাবছ আবার বিদ্রোহী হবে
কিন্তু কেন আমরা তো এখন স্বাধীন.
শত্রুরা চলে গেছে সেই কবে।
তবুও তোমার এম ভয়ঙ্কর রুদ্ররূপ কেন?
একি! সুকান্ত তুমি কেন হাসছ করুন হাসি?

ওহ ভাবছ খাবারগুলো সব হয়ে যাচ্ছে বাসি।
তবুও কেন দেয়া হচ্ছে না হাড্ডিসার মানুষগুলোকে।
চাঁদ কেন এখনও রয়ে গেলো ঝলসানো রুটি?
এখনও কেন দেশলাই কাঠিগুলো করে ছুটোছুটি,
এখনও কেন দেশটা সিগারেট হয়ে জ্বলছে
তোমার মতো আরও অনেকে কেন মরে যাচ্ছে?
এসব প্রশ্নের উত্তর আমার জানা নেই ভাই।
এবং অবশেষে আমিও তোমাদের সাথে
তাই বিনাশর্তে হাত মেলাতে চাই।

পূর্ববর্তী নিবন্ধবাজেট ও সাধারণ মানুষ
পরবর্তী নিবন্ধট্র্যাজেডি