এফপিএবি চট্টগ্রাম শাখার ত্রি–বার্ষিক নির্বাচন গত ১৭ অক্টোবর অনুষ্ঠিত হয়। এতে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটি কর্মকর্তারা হলেন, সভাপতি রাজিব সিংহ, সহ–সভাপতি মো. ইলিয়াছ, কোষাধ্যক্ষ পারভীন আক্তার চৌধুরী। সদস্য পদে নির্বাচিত হয়েছেন ফাতেমা শাজাহান, ডা. ফারাহ্নাজ মাবুদ, মো. নজরুল ইসলাম, বেগম লুৎফুন্নেছা, সাজিদ–উর–রহমান, ডা. মেজবাহ উদ্দিন তুহিন, শারমিন আক্তার, মো.সাখাওয়াত হোসাইন, (যুব পুরুষ) বিবি সামিরা মিতু (যুব মহিলা) এবং মো. মোস্তাফিজুর রহমান জেলা কর্মকর্তা। প্রধান নির্বাচন কমিশনার ছিলেন লায়ন নজমুল হক চৌধুরী, নির্বাচন কমিশনার ছিলেন জেসমিন সুলতানা পারু। প্রেস বিজ্ঞপ্তি।