যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী প্রয়াত জেফরি এপস্টেইন সংশ্লিষ্ট আরও ১০ লাখের বেশি নথি খুঁজে পেয়েছেন মার্কিন কর্মকর্তার। খবর বিডিনিউজের।
আগামী কয়েক দিন থেকে কয়েক সপ্তাহের মধ্যে এসব নথি প্রকাশের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন তারা। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই এবং নিউ ইয়র্কের ফেডারেল কৌঁসুলিরা বিচার বিভাগকে এসব নথি খুঁজে পাওয়ার কথা জানান। বুধবার বিচার বিভাগ এক বিবৃতিতে বলেছে, ভুক্তভোগীদের সুরক্ষা দিতে আইন অনুযায়ী প্রয়োজনীয় সম্পাদনার জন্য আমাদের আইনজীবীরা দিনরাত কাজ করছেন।
এরপর যত দ্রুত সম্ভব আমরা নথিগুলো প্রকাশ করব। সব নথি প্রকাশ করতে আরও কয়েক সপ্তাহ সময় লাগতে পারে বলেও জানিয়েছে বিচার বিভাগ। নতুন একটি আইনের আওতায় এপস্টেইন সংক্রান্ত সব নথি ১৯ ডিসেম্বরের মধ্যে প্রকাশের সময় নির্ধারিত থাকলেও তা করতে না পারায় চাপের মুখে রয়েছে বিচার বিভাগ। সংস্থাটি বলেছে, তারা কেন্দ্রীয় সরকারের আইন এবং নির্দেশনা অনুযায়ী নথিগুলো প্রকাশে পূর্ণ সহযোগিতা করে যাবে। তবে এফবিআই এবং সাউদার্ন ডিস্ট্রিক্ট অব নিউ ইয়র্কের অ্যাটর্নি কীভাবে এই বিপুলসংখ্যক নতুন নথি খুঁজে পেলেন, তা বিচার বিভাগের বিবৃতিতে নির্দিষ্ট করে বলা হয়নি।
বিচার বিভাগ এর আগে এপস্টেইন সংক্রান্ত হাজার নথি প্রকাশ করেছে। এর মধ্যে কিছু কিছু নথি অনেক বেশি সম্পাদনা করা ছিল। এই নথিগুলো প্রকাশের পর আরও ১০ লক্ষাধিক নথি পাওয়ার ওই খবর এল। বিচার বিভাগ ধাপে ধাপে নথিগুলো প্রকাশ করছে। শীর্ষ কর্মকর্তারা অবশ্য বলছেন, শত–সহস্র নথি এখনও প্রকাশ করা বাকি রয়ে গেছে।
যুক্তরাষ্ট্রের কংগ্রেসে পাস হওয়া একটি আইনের আওতায় সমপ্রতি দেশটির বিচার বিভাগ এপস্টেইনের অপরাধসংক্রান্ত হাজারো নতুন নথি প্রকাশ করেছে। আইনটির আওতায় এপস্টেইন–সংশ্লিষ্ট সব নথি ভুক্তভোগীদের পরিচয় সুরক্ষিত রেখে জনসম্মুখে প্রকাশ করার নির্দেশনা দেওয়া হয়েছে বিকচার বিভাগকে। এ পর্যন্ত প্রকাশ করা নথিগুলোতে ভিডিও, ছবি, ইমেইল এবং তদন্ত প্রতিবেদন রয়েছে। তবে এসব নথি অনেক বেশি সম্পাদনা করা হয়েছে। এত বেশি সম্পাদনার কারণে আইনপ্রণেতাদের সমালোচনার মুখেও পড়েছে বিচার বিভাগ।












