নগরীর ২২নং এনায়েত বাজার ওয়ার্ডে গতকাল শুক্রবার দুপুর ২টা থেকে গণসংযোগ করেন আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর প্রার্থী মো. সলিম উল্লাহ বাচ্চু।
মো. সলিম উল্লাহ বাচ্চু তুলাতুলি বস্তি থেকে শুরু করে মালিপাড়া, গোয়ালপাড়া, কেদারনাথ কলোনি এসে প্রচারণা শেষ করেন।
এই সময় কাউন্সিলর প্রার্থী সলিম উল্লাহ বাচ্চুর সাথে উপস্থিত ছিলেন মানিক ঘোষ, সাবেক ছাত্রনেতা শিবু প্রসাদ চৌধুরী, মোহাম্মদ মোর্শেদুল আলম, মোহাম্মদ জাহেদ, মোহাম্মদ দেলোয়ার হোসেন, হোসাইন আহমেদ রুবেল, সাব্বির চৌধুরী, কামরুল হাসান, খালেকুর জামান, মহসিন কলেজ ছাত্রনেতা আনোয়ার হোসেন পলাশ, মনির, নাজিম, মাঈনুল, চট্টগ্রাম কলেজ ছাত্রনেতা রিকু, রিপন, আফসার উদ্দিন প্রমুখ।
এই সময় নেতৃবৃন্দ ২৭ জানুয়ারি এম. রেজাউল করিম চৌধুরীকে নৌকা এবং কাউন্সিলর প্রার্থী মো. সলিম উল্লাহ বাচ্চুকে ঘুড়ি ও মহিলা কাউন্সিলর প্রার্থী নিলু নাগকে মোবাইল ফোন প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।