এনায়েতবাজার মহিলা কলেজের সুবর্ণজয়ন্তী উদ্বোধন

নারী শিক্ষা বিস্তারে অগ্রণী ভূমিকা পালন করে চলেছে : অনুপম সেন

| শনিবার , ১৪ জানুয়ারি, ২০২৩ at ৬:৪৭ পূর্বাহ্ণ

বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে গতকাল শুক্রবার শুরু হয়েছে মহিলা কলেজ, চট্টগ্রামের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান। অধ্যক্ষ তহুরীন সবুর ডালিয়ার নেতৃত্বে কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হওয়া র‌্যালি প্রেসক্লাব হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কলেজে এসে শেষ হয়। এরপরই শুরু হয় মূল উদ্বোধনী অনুষ্ঠান। কলেজ পরিচালনা পর্ষদ সভাপতি ও চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন ঘোষণা করেন বান্দরবান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এফ ইমাম আলি। প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেন।

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মো. জাহেদুল হক, শিশু সাহিত্যিক দৈনিক আজাদীর সহযোগী সম্পাদক রাশেদ রউফ, রাজনীতিবিদ রাশেদ মনোয়ার, ডা. মীর মুরতজা রেজা খান, অ্যাড. মোহাম্মদ আনোয়ার সাদত, প্রফেসর অঞ্জন নন্দী (সাবেক অধ্যক্ষ) মহসিন কলেজ চট্টগ্রাম, পটিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মোজাম্মেল হক, মহিলা কলেজ চট্টগ্রামের সাবেক অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাহমুদা খানম।

এ সময় কলেজ প্রাঙ্গণে নবীন-প্রবীণের মহামিলন অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. অনুপম সেন বলেন, নারী শিক্ষা বিস্তারে মহিলা কলেজ, চট্টগ্রাম গত ৫০ বছরে অগ্রণী ভূমিকা পালন করে চলেছে। এই প্রতিষ্ঠানের প্রাক্তনীরা আজ স্ব -স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত। আজ সমাপনী দিনে সকাল ১০ টায় অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

বিশেষ অতিথি থাকবেন চবি উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এ এফ এম আওরঙ্গজেব, জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, ড. গাজী গোলাম মওলা, হাসিনা মহিউদ্দিন, রাশেদ মনোয়ার, রাশেদ রউফ, অধ্যক্ষ মির কফিল উদ্দিন, জামশেদুল আলম চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধটেকনাফে বিদেশি মদ ও বিয়ার উদ্ধার
পরবর্তী নিবন্ধসৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারীর (ক.) ওরশ উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প