এনসিসি ব্যাংকের ২টি নতুন পণ্যসেবা চালু

| সোমবার , ২৩ মে, ২০২২ at ১০:৩৪ পূর্বাহ্ণ

২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এনআরবি হোম লোন এবং মাইক্রো এটিএম নামে ২ নতুন পণ্যসেবা চালু করলো এনসিসি ব্যাংক। ঢাকাস্থ এনসিসি ব্যাংক ভবনে গত ১৯ মে এ সেবার উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান মো. আবুল বাশার।

এ সময় ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ মামদুদুর রশীদ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক খন্দকার নাইমুল কবির, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. রাফাত উল্লা খান, মো. মাহবুব আলম ও মো. জাকির আনাম, হেড অব অপারেশন্স সৈয়দ তোফায়েল আলী, সিআইও মোহাম্মদ আনিসুর রহমান, চীফ ফিন্যান্সিয়াল অফিসার মোহাম্মদ মিজানুর রহমান, কোম্পানি সচিব মো. মনিরুল আলম, হেড অব মার্কেটিং এন্ড ব্রাঞ্চেস ডিভিশন মোহাম্মদ রিদওয়ানুল হক এবং রেমিটেন্স ও এনআরবি সার্ভিস বিভাগের প্রধান মো. মাহ্‌ফুজুর রহমানসহ সংশ্লিষ্ট বিভাগের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান আবুল বাশার বলেন, এনসিসি ব্যাংক বিভিন্ন সেবার মাধ্যমে গ্রাহকদের সন্তুষ্টি অর্জনে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় এনআরবি হোম লোন এবং মাইক্রো এটিএম নামে ২ নতুন পণ্যসেবা চালু করেছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইউনিয়ন ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা
পরবর্তী নিবন্ধযোগ্য নেতৃত্বের জন্য প্রশিক্ষণের বিকল্প নেই