সারাদেশের সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া সাধারণ জনগোষ্ঠীকে আর্থিক খাতে অন্তর্ভুক্তির লক্ষ্যে আর্থিক সাক্ষরতা দিবস পালন করলো এনসিসি ব্যাংক। দিবসটি উপলক্ষে এনসিসি ব্যাংকের প্রধান কার্যালয়সহ সকল শাখায় আর্থিক সাক্ষরতা কর্ণার স্থ্থাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার এনসিসি ব্যাংকের প্রধান কার্যালয়ে আর্থিক সাক্ষরতা সহজপাঠ বইয়ের মোড়ক উন্মোচন ও আর্থিক সাক্ষরতা কর্ণারের উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ মামদুদুর রশীদ।
এসময়, অতিরিক্ত–ব্যবস্থাপনা পরিচালক খন্দকার নাইমুল কবির ও এম. শামসুল আরেফীন, উপ–ব্যবস্থাপনা পরিচালক মো. রাফাত উল্লা খান, মো. মাহবুব আলম, এম. আশেক রহমান ও মো. জাকির আনাম, এসইভিপি ও সিআইও মোহাম্মদ আনিসুর রহমান, এসইভিপি ও হেড অব অপারেশন্স সৈয়দ তোফায়েল আলী, এসইভিপি ও চীফ ফিন্যান্সিয়াল অফিসার মোহাম্মদ মিজানুর রহমান, এসইভিপি ও কোম্পানী সচিব মো. মনিরুল আলমসহ অন্যান্য ঊর্ধতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।