এনজিএস সিমেন্টের কারখানায় ভাঙচুর ও চাঁদাবাজির অভিযোগ

আজাদী প্রতিবেদন | শনিবার , ২৫ জানুয়ারি, ২০২৫ at ৯:২৫ পূর্বাহ্ণ

চট্টগ্রামের ঐতিহ্যবাহী সিমেন্ট উৎপাদনকারী প্রতিষ্ঠান এনজিএস সিমেন্টের কারখানায় কিছু দুর্বৃত্ত দীর্ঘদিন ধরে চাঁদা দাবি করে আসছিল। পরে কারখানার নিজস্ব জায়গায় সীমানাপ্রাচীর নির্মাণের সময় ব্যাপক ভাঙচুর করে প্রায় দুইশত ফুট সীমানা প্রাচীর ভেঙে ফেলে। এসময় তারা মালামালও লুট করে বলে জানান কারখানার ম্যানেজার সুবিমল ঘোষ। এছাড়া এনজিএস সিমেন্টের মূল কারখানায়ও হামলা চালাবে বলে হুমকি দেয়। প্রত্যক্ষ্যদর্শীরা জানান, প্রায় দুইশতাধিক অস্ত্রধারী লোক নির্মাণশ্রমিকদের মারধর করে নির্মাণকাজ বন্ধ করে দেয় এবং নির্মাণ সামগ্রী মালামাল লুট করে নিয়ে যায়। এবিষয়ে পতেঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে। পতেঙ্গা থানার ওসি শফিকুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন এবং তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানান। উল্লেখ্য, বরেণ্য শিল্পপতি ননী গোপাল সাহা কর্তৃক প্রতিষ্ঠিত এনজিএস সিমেন্ট দীর্ঘদিন ধরে সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছে এবং শ্রেষ্ঠ করদাতার পুরস্কার অর্জন করে এসেছে।

পূর্ববর্তী নিবন্ধডবলমুরিং থানা বিএনপি সমন্বয় কমিটির সভা
পরবর্তী নিবন্ধনেতাকর্মীদের সাধারণ মানুষের সুখ-দুঃখের সারথি হতে হবে